ডুরান্ড কাপ চ‍্যাম্পিয়ন এফসি গোয়া, রবিবার মেগা ফাইনালে ১-০ গোলে হারাল মহামেডানকে

0
1

ডুরান্ড কাপ( Durand Cup) চ‍্যাম্পিয়ন এফসি গোয়া( Fc Goa)। রবিবার মেগা ফাইনালে তারা ১-০ গোলে হারাল মহামেডান স্পোর্টিংকে ( Mohammedan Sporting)। এফসি গোয়ার হয়ে একমাত্র গোলটি করেন এডু বেদিয়া।

রবিবার ৪০ হাজারি দর্শক সমৃদ্ধ যুবভারতী ক্রীড়াঙ্গন স্বাক্ষী থাকল অসাধারণ একটি অসাধারণ ফাইনাল ম‍্যাচের। একেবারে জমকালো ভাবে শুরু হয় ২০২১ ডুরান্ড কাপের ফাইনাল। রবিবাসরীয় এই হাইভোল্টেজ ম‍্যাচে লড়াই চলে হাড্ডাহাড্ডি। ম‍্যাচের প্রথমার্ধে আক্রমণ প্রতি-আক্রমণ জমে ওঠে ডুরান্ড ফাইনাল। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দুই দল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে একাধিক আক্রমণ। কিন্তু নির্ধারিত সময় পযর্ন্ত গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দল। যার ফলে ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এরপর ম‍্যাচের ১০৫ মিনিটে ফ্রিকিকে অসাধারণ গোল করে এফসি গোয়াকে জয় এনে দেন এডু বেদিয়া।

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে ৬ রানে জয় আরসিবির