ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরেই রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন এটা প্রত্যাশিত ছিল। আমার তরফে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।’ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ‘দল বদল’ করেছিলেন রাজীব। বিজেপি-র প্রতীকে ডোমজুড় কেন্দ্র থেকে লড়াই করলেও জয়ী হতে পারেননি তিনি।
ভবানীপুরে উপনির্বাচনে নিজের জয়ের রেকর্ড নিজেই ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজীব। এখানেই থেমে থাকেননি রৃজীব।