Monday, August 25, 2025

মিলিয়ে দিলেন প্রেডিকশন! দিলীপ ঘোষদের ধুয়ে মমতার জয়গান বিজেপি নেতা জয়ের

Date:

কমপক্ষে ৫০ হাজার ভোটে জিতবেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনের ভোট গ্রহণের আগেই তিনি আগাম ফলাফল ঘোষণা করেছিলেন। বুকে পাথর রেখে কিন্তু বাস্তবের মাটিতে পা রেখে বলেছিলেন, কমপক্ষে ৫০ হাজারের ভোটে জিতবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই ভবিষ্যতবানী এদিন কার্যত অক্ষরে অক্ষরে মিলে গেল। তিনি জয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতা। বিজেপি নেতা।

তাঁর সেই মন্তব্যের পর থেকে বহু কটাক্ষ ধেয়ে এসেছে বিজেপি নেতা জয়ের দিকে। এবং বেশিরভাগটাই এসেছে গেরুয়া শিবির থেকে। এই যেমন রাজ্য বিজেপি পথ থেকে তাড়িয়ে দেওয়ার পরও দিলীপ ঘোষ জয় বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, “ওসব জয়-বিজয়দের বিজেপিতে কোনও গুরুত্ব নেই। এরা ঘরে বসে বড় বড় কথা বলে”! আর রবিবার ফল ঘোষণার পর দিলীপ এন্ড কোং-কে কার্যত তুলোধনা করলেন জয়।

তাঁর কথায়, “আগেও বড় ব্যবধানে হেরে যাওয়া একজনকে ভবানীপুরে প্রার্থী না করে একজন ভদ্র, সভ্য কোনও বাঙালি অধ্যাপককে এখানে প্রার্থী করা উচিত ছিল বিজেপির”!

একইসঙ্গে নাম না করেও অর্জুন সিং ও শিশির বাজোরিয়াকে একহাত নেন জয় বন্দ্যোপাধ্যায়। একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “ভবানীপুরে বিজেপির পর্যবেক্ষক একজন ভদ্র, শিক্ষিত লোককে করা হলে এমন বিপর্যয় হত না। এখন তো বিজেপি কোর্টে আর কমিশনে ভোট লড়ে। ইলেকশন কমিশনের জন্য একজন অ্যাপয়েন্টেড লোক আছেন অবাঙালি। সাদা দাড়ি, সাদা গোঁফ, সাদা চুল। দেখলেই মনে হয় গায়ে টাকার গন্ধ। বাঙালিয়ানা কিছু জানেন বলে মনে হয় না। এখন তো দেখছি হেস্টিংস আর মুরলিধর সেন লেনে আমাদের দুটি পার্টি অফিসই ফাঁকা, কোথায় গেলেন সব?’‌’

বিজেপির নেতা হলেও ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ঝরে পড়ছে জয় বন্দ্যোপাধ্যায়ের গলায়। তৃণমূল নেত্রীকে বিপুল জয়ের শুভেচ্ছা জানিয়ে জয় বলেন, “মমতা ব্যানার্জির সংগ্রাম, লড়াই, আন্দোলনকে স্যালুট জানাই। এই বিরাট জয়ের পর শ্রীমতি মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানাই। তাঁর হাত ধরেই বাংলা এগিয়ে চলুক।”

আরও পড়ুন- ‘প্রত্যাশিত জয়’ মমতার; শুভেচ্ছাবার্তা রাজীবের

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version