Thursday, August 28, 2025

বয়ানে অসন্তুষ্ট এনসিবি, মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান

Date:

শেষ পর্যন্ত গ্রেফতার হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Arian Khan Son of Shahrukh Khan ) ।মাদক কাণ্ডে টানা ১৬ ঘন্টা জেরার পর গ্রেফতার করা হল আরিয়ান খানকে। শনিবার মুম্বই থেকে গোয়াগামী একটি ক্রুজ শিপের মাদক পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান খান। সেখান থেকেই তাঁকে মাদক সেবনরত অবস্থায় আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

শনিবার রাতে থেকেই মাদক-কাণ্ডে এনসিবি-র দফতরে আটক ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে রবিবার সকাল থেকে। বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পর প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান। অনুশোচনা প্রকাশ করেও বলেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। এর আগে কখনও এমন কাজ করেননি বলেই দাবি করেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার হতে হলো ।

আরিয়ানের সঙ্গেই ওই ক্রুজ থেকে আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। শনিার রাতের মাদক পার্টিতে এঁরা প্রত্যেকেই ছিলেন। এনসিবি সূত্রের খবর, আপাতত খতিয়ে দেখা হচ্ছে শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, কোথায় কোথায় যেতেন, কাদের সঙ্গে মিশতেন এই সবকিছু নিয়েই তদন্ত হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নামী উকিল সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি খান পরিবারের কোনও সদস্যই।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version