মাদক কাণ্ডে আটক হওয়া ছেলের জেরা চলছে এনসিবি দফতরে। সম্ভাবনা যা যে কোনও মুহূর্তেই গ্রেফতার করা হতে পারে তাঁকে। আর ছেলের এই চরম বিপদের দিনে নিজের কাজকে ভুলে থাকলেন শাহরুখ। বাতিল করে দিলেন শুটিংয়ের কাজ । বাতিল করলেন স্পেন সফর। ‘পাঠান’ ছবির একটি গানের শুটিংয়ের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখের। সেখানে টানা কয়েকদিন ধরে গানের দৃশ্যে অভিনয় করার কথা শাহরুখ-দীপিকার । জানা যাচ্ছে, আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি। বলিউড সূত্রে খবর ছেলের জন্য এই প্রথম বলিউড বাদশা শুটিং ক্যান্সেল করলেন।

ইতিমধ্যেই বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে। আটক করার পর দীর্ঘ সময় ধরে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ-পুত্রকে। বয়ান রেকর্ড করার পর গ্রেফতারের জল্পনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।