Sunday, January 11, 2026

লখিমপুরে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার,পাঠাচ্ছেন প্রতিনিধি দল

Date:

Share post:

লখিমপুরের খেরিতে আন্দোলনরত কৃষকদের হত্যার ঘটনায় উত্তপ্ত যোগীরাজ্য।কৃষক-হত্যার প্রতিবাদে সোমবার সকালেই খেরিতে যাচ্ছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। ওই দলে থাকছেন তৃণমূলের পাঁচ সাংসদ। তাঁরা হলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, প্রতিমা মণ্ডল, আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব। প্রতিনিধি দলের সদস্যরা দিল্লি থেকে লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেবেন। সেখানে মৃত কৃষক পরিবারের সঙ্গে কথা বলবেন তাঁরা।

আরও পড়ুন:লখিমপুরে হিংসার ঘটনায় উত্তপ্ত যোগীরাজ্য, কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে FIR দায়ের

রবিবারই কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর ছেলের গাড়ির ধাক্কায় আন্দোলনরত কৃষকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে একটি টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘লখিমপুর খেরির বর্ররোচিত ঘটনার তীব্র বিরোধিতা করছি। কৃষকদের প্রতি বিজেপি-র উদাসীন মনোভাব আমাকে গভীর যন্ত্রণা দিয়েছে। আগামিকাল (সোমবার) তৃণমূলের পাঁচ সাংসদের দল আক্রান্ত কৃষক পরিবারের সঙ্গে দেখা করবে। আমাদের কৃষকদের আমরা নিঃশর্ত সমর্থন করছি।’রবিবার নেত্রীর ঘোষণার পরই সোমবার উত্তরপ্রদেশ যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল।

অন্যদিকে, কৃষক মৃত্যুর ঘটনায় উত্তরভারতের কৃষক ইউনিয়নগুলি জেলাশাসকের দফতরে বিক্ষোভের ডাক দিয়েছে। পাশাপাশি লখিমপুর খেরিতে যাচ্ছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। ঘটনাস্থলে আসছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও।

advt 19

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...