Tuesday, November 4, 2025

ভবানীপুরের ফলাফল প্রত্যাশামতোই, বামেদের ভোট বাড়বে এমনটা ভাবিনি: বিমান

Date:

সময় যত গড়াচ্ছে ততোই খারাপ হচ্ছে। বিধানসভা ভোট তো বটেই, উপনির্বাচনেও চূড়ান্ত ভরাডুবি সিপিএমের। আগের তুলনায় ভবানীপুরে আরো কম পেয়েছে বামেরা(left party)। তবে এতে অবশ্য ভাবিত নন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু(Biman Bose)। স্পষ্ট জানিয়ে দিলেন, বামেদের ভোট কমলেও তা কোনোভাবেই অপ্রত্যাশিত নয়।

রবিবার সোনারপুর রাজপুরের রবীন্দ্রভবনে এক দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানে তিনি জানিয়ে দিলেন ভবানীপুর উপনির্বাচনে যে ফলাফল হয়েছে তা প্রত্যাশিত ছিল। ব্যতিক্রমী ফলাফল যে হতে পারে এমনটা আমি মনে করিনি। বামেদের ভোটের হার যে বিশাল বেড়ে যাবে এটাও ভাবিনি। পাশাপাশি ভবানীপুরে ভোটের হার কম হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে এদিন প্রশ্ন তোলেন বিমান। তিনি বলেন, “একথা সত্যি যে কিছু মানুষ ভবানীপুরে ভোট দেয়নি। কেন দিল না সেটা জানিনা। তবে অন্যান্য জায়গায় ভোট ভালোই হয়েছে, সেখানেও যা হওয়ার তাই হয়েছে।” তবে বামেদের চূড়ান্ত খারাপ ফলাফলের পর আগামী ৩০ অক্টোবর রাজ্যের চারটি কেন্দ্রে ফের উপ নির্বাচন সম্পন্ন হবে। সেই নির্বাচনে কি সংযুক্ত মোর্চা লড়াই করবে? নাকি কংগ্রেসের সঙ্গে সমঝোতা করবে? এ প্রশ্নের উত্তরে অবশ্য বিমান জানান, কীভাবে লড়বো সেটা পরে ঘোষণা করব।

আরও পড়ুন:লখিমপুরে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার,পাঠাচ্ছেন প্রতিনিধি দল

উল্লেখ্য, রবিবার ভবানীপুর উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় অতীতের সব রেকর্ড ভেঙে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে পিছনে ফেলে ৫৮,৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল সুপ্রিমো। যা বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandeb Chatterjee) থেকে দ্বিগুণ ব্যবধান। অন্যদিকে কার্যত নোটার সঙ্গে লড়াই করে লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছে বাম প্রার্থীকে।

 

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version