Wednesday, August 27, 2025

উত্তর কলকাতা থেকে উত্তরপাড়া,  বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সঙ্কট, কল দিয়ে ঘোলা জল বেরোচ্ছে

Date:

কলকাতা-সহ বৃহত্তর মহানগর এলাকাজুড়ে পানীয় জলের সমস্যা শুরু হয়েছে। কল দিয়ে পরিস্রুত পানীয় জলের জায়গায় সমানে ঘোলা জল বেরোচ্ছে। এই জল ব্যবহারের উপযুক্ত মোটেও নয় । ফলে একটা বিস্তীর্ণ এলাকাজুড়ে পানীয় জলের

সংকট তৈরি হয়েছে। উত্তরপাড়া থেকে উত্তর কলকাতা এই বিরাট এলাকা জুড়ে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এক এক জায়গায় এক এক সময়ে ঘোলা জল বেরোচ্ছে । বেশিরভাগ এলাকায় সকালের দিকে বেশি ঘোলা জল আসছে। ‘ কয়েক জায়গায় আবার একটু বেলার দিকে গঙ্গার জলের মতন ঘোলা জল বেরোচ্ছে । কী কারনণ এই ঘোলা জল? প্রাথমিক অনুমান ডিভিসির ছাড়া জলে গঙ্গার পলি মাটি মিশে গিয়েছে । ফলে এই সমস্যা তৈরি হয়েছে । পানীয় জলে পলির আধিক্য’। ‘ তাই কর্পোরেশন বা পুরসভার পানীয় জলের কল দিয়ে এইরকম ঘোলা জল বের হচ্ছে । আর জলের সঙ্গে গঙ্গার পলি মিশে যাওয়ায় পানীয় জলের উৎপাদন ব্যাহত হচ্ছে । জলের প্রেসার কমে গিয়েছে। সেজন্য অন্যান্য দিনের তুলনায় জল সরবরাহের পরিমাণও অনেকটাই কমে গিয়েছে । এমনটাই জানা গিয়েছে পুরসভা সূত্রে । স্বাভাবিকভাবেই এই বিস্তীর্ণ এলাকাজুড়ে জলের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে।

বিশুদ্ধ পরিস্রুত পানীয় জল না থাকায় সমস্যা মারাত্মক আকার নিয়েছে । এই ঘোলা জলে স্নান কাপড় কাচা যদিওবা সম্ভব কিন্তু পান করা যাবে না মোটেই। তাই সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। বিশেষ করে যেসব পরিবারে শিশু এবং বয়স্ক মানুষজন রয়েছেন তাদের দুর্ভোগের মাত্রা সীমাহীন। যদিও পুরসভা সূত্রে আশ্বস্ত করা হয়েছে খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে । সাধারণ মানুষ আবার বিশুদ্ধ পানীয় জল পাবেন । যদিও সেটি কবে তা এখনও জানানো হয়নি।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version