Saturday, May 3, 2025

এখন থেকে আর প্লাস্টিকের জলের বোতল নিয়ে যাওয়া যাবে না সিকিমে

Date:

নতুন স্বাস্থ্যবিধি । নতুন ফরমান। ২০২২ এর ১ জানুয়ারি থেকে সিকিমে (Sikim) আর প্লাস্টিকের জলের বোতল (Purified water) পাওয়া যাবে না। শুধু তাই নয় , বাইরে থেকে সেখানে প্রবেশ করতে গেলে হাতে করে পানীয় জলের কোনও বোতল দিয়ে ঢোকাও যাবে না। খেতে হলে শুধুমাত্র সেখানকার জলই খেতে হবে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং এই নতুন নির্দেশ নামার কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন প্রত্যেক বাসিন্দা এবং অতিথি -পর্যটকদের পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত পানীয় জল দেওয়ার মতো প্রাকৃতিক পরিবেশ সিকিমের আছে। তাই বাইরে থেকে আর বোতল-বন্দি পানীয় জল নিয়ে আসার প্রয়োজন নেই। তাঁর কথায়, এই উদ্যোগের ফলে সকলেরই লাভ হবে। বোতলের পানীয় জলের চেয়ে আরও স্বাস্থ্সম্মত জল সকলে পাবেন। এর পাশাপাশি প্লাস্টিক বর্জন করায় পরিবেশেরও উপকার হবে।

 

যদিও এই নির্দেশিকা নতুন নয়। এর আগে সিকিমেরই বেশ কিছু জায়গায় জলের বোতল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর সিকিমের লাচেন। এ বার গোটা রাজ্যেই এই নিয়ম চালু হতে চলেছে। তবে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, এই নতুন নিয়মটি চালু করার আগে রাজ্য সরকারের তরফে পানীয় জল বণ্টনের পরিকাঠামো উন্নত করা হবে। রাজ্যবাসী এবং পর্যটকদের কাছে যাতে প্রাকৃতিক পানীয় জল ঠিক ভাবে পৌঁছে যায়, তার ব্যবস্থাও এর মধ্যেই নেওয়া হবে। সিকিম ইতিমধ্যেই ১০০ শতাংশ অরগ্যানিক রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। রাজ্যের কোনও জমিতেই চাষের জন্য রাসায়নিক সার ব্যবহার করা হয় না। ফলে পানীয় জল নিয়ে এই নতুন নির্দেশিকা সিকিমকে আরও দূষণমুক্ত করবে ।

 

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version