Thursday, August 21, 2025

এখন থেকে আর প্লাস্টিকের জলের বোতল নিয়ে যাওয়া যাবে না সিকিমে

Date:

নতুন স্বাস্থ্যবিধি । নতুন ফরমান। ২০২২ এর ১ জানুয়ারি থেকে সিকিমে (Sikim) আর প্লাস্টিকের জলের বোতল (Purified water) পাওয়া যাবে না। শুধু তাই নয় , বাইরে থেকে সেখানে প্রবেশ করতে গেলে হাতে করে পানীয় জলের কোনও বোতল দিয়ে ঢোকাও যাবে না। খেতে হলে শুধুমাত্র সেখানকার জলই খেতে হবে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং এই নতুন নির্দেশ নামার কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন প্রত্যেক বাসিন্দা এবং অতিথি -পর্যটকদের পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত পানীয় জল দেওয়ার মতো প্রাকৃতিক পরিবেশ সিকিমের আছে। তাই বাইরে থেকে আর বোতল-বন্দি পানীয় জল নিয়ে আসার প্রয়োজন নেই। তাঁর কথায়, এই উদ্যোগের ফলে সকলেরই লাভ হবে। বোতলের পানীয় জলের চেয়ে আরও স্বাস্থ্সম্মত জল সকলে পাবেন। এর পাশাপাশি প্লাস্টিক বর্জন করায় পরিবেশেরও উপকার হবে।

 

যদিও এই নির্দেশিকা নতুন নয়। এর আগে সিকিমেরই বেশ কিছু জায়গায় জলের বোতল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর সিকিমের লাচেন। এ বার গোটা রাজ্যেই এই নিয়ম চালু হতে চলেছে। তবে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, এই নতুন নিয়মটি চালু করার আগে রাজ্য সরকারের তরফে পানীয় জল বণ্টনের পরিকাঠামো উন্নত করা হবে। রাজ্যবাসী এবং পর্যটকদের কাছে যাতে প্রাকৃতিক পানীয় জল ঠিক ভাবে পৌঁছে যায়, তার ব্যবস্থাও এর মধ্যেই নেওয়া হবে। সিকিম ইতিমধ্যেই ১০০ শতাংশ অরগ্যানিক রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। রাজ্যের কোনও জমিতেই চাষের জন্য রাসায়নিক সার ব্যবহার করা হয় না। ফলে পানীয় জল নিয়ে এই নতুন নির্দেশিকা সিকিমকে আরও দূষণমুক্ত করবে ।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version