Tuesday, November 4, 2025

শুধু দেশে নয় বিদেশে গিয়েও বহুবার মাদক সেবন করেছেন আরিয়ান, জানতেন শাহরুখ

Date:

মাদক যোগের অভিযোগে বিলাসবহুল ক্রুজ পার্টি থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আটক করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে। জল যে এতটাই গড়িয়েছে যে টানা ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর মাদক সেবনের কথা স্বীকার করেছেন তিনি। অচেনা মুখের কাছে প্রশ্নবাণ। সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ২৩ বছরের আরিয়ান।

আরও পড়ুন:মাদককাণ্ডে শাহরুখপুত্র, সুশান্তের বন্ধু কুণালকে গ্রেফতারের পরই খোঁজ মেলে রেভ পার্টির!

এনসিবি সূত্রের খবর, জেরার মুখে পড়ে কাঁদছিলেন তিনি। প্রথমে অনুশোচনা করে বলেছিলেন জীবনে প্রথম মাদক সেবন করেছিলেন। কিন্তু তার স্বীকারক্তিতে সন্তুষ্ট হননি এনসিবি-কর্তারা। প্রশ্নবাণের মুখে পরে শেষমেশ স্বীকার করেন চার বছর ধরে মাদক সেবন করছেন তিনি।অভিনেতা-পুত্র জানিয়ছেন, বহুবার মুম্বইতে বন্ধুদের সঙ্গে মাদক পার্টি করতেন। এমনকি দেশের বাইরে দুবাই, লন্ডন এবং আরও অন্যান্য দেশে গিয়েও নেশা করতেন তিনি।  এখানেই উঠে আসে আরও এক প্রশ্ন। তাঁদের বড় ছেলের মাদক সেবনের কথা কী আদও জানতেন তাঁর বাবা-মা? এনসিবি সূত্রের খবর, তাঁদের ছেলে মাদক সেবনে অভ্যস্ত, তা ভালই জানতেন শাহরুখ ও গৌরী খান। সেইজন্যই হয়তো ছেলের বিপদের কথা শোনামাত্রই শুটিং-এর কাজ ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরেছেন কিং খান।

প্রসঙ্গত, রবিবার বিকেলে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার হন আরিয়ান-সহ মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্ট। ইতিমধ্যেই ছেলের জন্য আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে গেলেই তাঁর হয়ে জামিনের আবেদন করবেন তিনি।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version