Tuesday, November 4, 2025

মাদককাণ্ডে শাহরুখপুত্র, সুশান্তের বন্ধু কুণালকে গ্রেফতারের পরই খোঁজ মেলে রেভ পার্টির!

Date:

সম্প্রতি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বন্ধু কুণাল জানিকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর এনসিবির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। সেখান থেকেই খোঁজ রেভ পার্টির। এমনটাই দাবি এনসিবির। রেভ পার্টি থেকে ইতিমধ্যে এনসিবি গ্রেফতার করেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ ৮ জনকে।

আরিয়ানকে গ্রেফতার করায় বলিউডের সঙ্গে মাদক যোগের বিষয়টি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে। এনসিবি প্রধান জানিয়েছেন, তদন্তের জাল বিস্তৃত করে ওই রেভ পার্টির আয়োজকদের তলব করা হয়েছে।

আরও পড়ুন: লখিমপুর যাওয়ার পথে আটক অখিলেশ, সোমবার সকালে ছাড়া পেলেন প্রিয়াঙ্কা

এনসিবির আধিকারিকদের দাবি,  প্রয়াত সুশান্ত সিং রাজপুতের এক বন্ধুকে গ্রেফতার করেই নাকি এই রেভ পার্টির বিষয়ে জানতে পেরেছিলেন তাঁরা। পার্টিতে মাদকের ব্যবহার হতে পারে বলে আগে থেকে খবর ছিল তাদের কাছে। সেই মতো যাত্রীর ছদ্মবেশে এনসিবি-র দুঁদে অফিসারেরা ক্রুজে সওয়ার হন। আর সেখান থেকেই আটক করে আরিয়ানকে। এনসিবির আধিকারিকরা ক্রুজে তল্লাশি চালিয়ে ২১ গ্রাম চরস, ১৩ গ্রাম কোকেন, ২২টি এমডিএমএ ট্যাবলেট, ৫ গ্রাম এমডি ড্রাগ ও ও ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করেন।

উল্লেখ্য, দিন কয়েক আগে কুণাল জানিকে গ্রেফতার করা হয়। এনসিবি সূত্রে খবর, কুণাল জানি ছিলেন  সুশান্তের বন্ধু। পরে কুণালের বিরুদ্ধে মাদক ব্যবসার মিডলম্যান হিসেবে কাজ করার অভিযোগ ওঠে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version