Wednesday, November 12, 2025

কৃষক হত্যার প্রতিবাদে চণ্ডীগড়ে ধর্নায় বসে আটক সিধু, চান্নির উত্তরপ্রদেশ যাত্রায় নিষেধাজ্ঞা যোগীর

Date:

আন্দোলনরত কৃষকদের(Farmers) ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন মন্ত্রীপুত্র‌। আর এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে উঠেছে উত্তরপ্রদেশের(UttarPradesh) লখিমপুর খেরি(LakhimpurKheri। ৪ কৃষকের মৃত্যুর ঘটনায় রীতিমতো সরব হয়ে উঠেছে গোটা দেশ। চলছে প্রতিবাদ আন্দোলন। যোগী রাজ্যে কৃষক হত্যার প্রতিবাদে সোমবার ধর্নায় বসে আটক হলেন পাঞ্জাবের কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু(Navjot Singh Sidhu)। সোমবার সকাল থেকে পঞ্জাবের(Punjab) কয়েক জন কংগ্রেস নেতা ও বিধায়ককে নিয়ে চণ্ডীগড়ের রাজভবনের বাইরে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন সিধু। দুপুরে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের পুলিশ তাঁদের আটক করে।

প্রসঙ্গত, লখিমপুরে নিহত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করে যোগীর পুলিশ। পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। এবং হেলিকপ্টারে লখিমপুরে যাওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের অনুমতি চান। তবে সে অনুমতি দেওয়া হয়নি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় যেতে চাইলে আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধিদলকেও। সব মিলিয়ে বেশ ঘোরালো হয়ে উঠেছে পরিস্থিতি।

আরও পড়ুন:রেকর্ড মার্জিনে জয়ের পর বিরোধীদের শুভেচ্ছাবার্তায় ধন্যবাদ জ্ঞাপন মমতার

সিধু-সহ পাঞ্জাবের কংগ্রেস বিধায়কদের তরফে দাবি তোলা হয়েছে, অবিলম্বে বিরোধীদের লখিমপুর পরিদর্শনের অনুমতি দিতে হবে যোগী আদিত্যনাথ সরকারকে। পাশাপাশি কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার এবং এই হিংসাত্মক ঘটনায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।

 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version