Tuesday, November 4, 2025

করোনায় মৃতের পরিবারকে আবেদনের ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

করোনায় মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিক রাজ্যগুলি, এমনই প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রস্তাবে এবার সিলমোহর দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এ প্রসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, অন্য জনকল্যাণমূলক প্রকল্পের থেকে ক্ষতিপূরণের এই কর্মসূচি একবারেই আলাদা। এছাড়াও সুপ্রিম কোর্টে নির্দেশ, আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে মৃতের পরিবারকে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণের এই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াটা সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। একইসঙ্গে আদালত কোভিডে মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য রূপরেখা তৈরি করতে ছয় সপ্তাহ সময় দিয়েছে।
এই সংক্রান্ত একটি মামলায় গত ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। সেখানে হলফনামায় উল্লেখ করা হয়, রাজ্য সরকারগুলির বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে করোনায় মৃতের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিতে হবে। কোনও রাজ্য সরকার চাইলে এর থেকে বেশিও দিতে পারে। এতেই এবার অনুমোদন দিল সুপ্রিম কোর্ট।
কোভিডে মৃতের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন? এর জন্য একটি নির্দিষ্ট ফর্ম প্রকাশ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। সেই ফর্ম পূরণ করে তার সঙ্গে মৃত্যুর সার্টিফিকেট ও প্রযোজনীয় নথি জমা দিতে হবে পরিবারকে। সমস্ত নথি খতিয়ে দেখে গোটা প্রক্রিয়া সম্পন্ন করবে জেলা বিপর্যয় মোকাবিলা প্রশাসন। এছাড়াও আদালতের হলফনামায় বলা হয়েছে, নথি জমার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিবারকে দেওয়া হবে। আধার লিঙ্ক রয়েছে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই সরাসরি দেওয়া হবে টাকা।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version