Tuesday, November 4, 2025

কৃষক হত্যার প্রতিবাদে চণ্ডীগড়ে ধর্নায় বসে আটক সিধু, চান্নির উত্তরপ্রদেশ যাত্রায় নিষেধাজ্ঞা যোগীর

Date:

আন্দোলনরত কৃষকদের(Farmers) ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন মন্ত্রীপুত্র‌। আর এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে উঠেছে উত্তরপ্রদেশের(UttarPradesh) লখিমপুর খেরি(LakhimpurKheri। ৪ কৃষকের মৃত্যুর ঘটনায় রীতিমতো সরব হয়ে উঠেছে গোটা দেশ। চলছে প্রতিবাদ আন্দোলন। যোগী রাজ্যে কৃষক হত্যার প্রতিবাদে সোমবার ধর্নায় বসে আটক হলেন পাঞ্জাবের কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু(Navjot Singh Sidhu)। সোমবার সকাল থেকে পঞ্জাবের(Punjab) কয়েক জন কংগ্রেস নেতা ও বিধায়ককে নিয়ে চণ্ডীগড়ের রাজভবনের বাইরে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন সিধু। দুপুরে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের পুলিশ তাঁদের আটক করে।

প্রসঙ্গত, লখিমপুরে নিহত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করে যোগীর পুলিশ। পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। এবং হেলিকপ্টারে লখিমপুরে যাওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের অনুমতি চান। তবে সে অনুমতি দেওয়া হয়নি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় যেতে চাইলে আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধিদলকেও। সব মিলিয়ে বেশ ঘোরালো হয়ে উঠেছে পরিস্থিতি।

আরও পড়ুন:রেকর্ড মার্জিনে জয়ের পর বিরোধীদের শুভেচ্ছাবার্তায় ধন্যবাদ জ্ঞাপন মমতার

সিধু-সহ পাঞ্জাবের কংগ্রেস বিধায়কদের তরফে দাবি তোলা হয়েছে, অবিলম্বে বিরোধীদের লখিমপুর পরিদর্শনের অনুমতি দিতে হবে যোগী আদিত্যনাথ সরকারকে। পাশাপাশি কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার এবং এই হিংসাত্মক ঘটনায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।

 

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version