Saturday, November 8, 2025

কালীঘাটে যজ্ঞ করে, মাথা মুড়িয়ে বিজেপি নিধনের শপথ ত্রিপুরার বিধায়ক আশিস দাসের

Date:

যজ্ঞ করে, মাথা মুড়িয়ে বিজেপি নিধনের শপথ নিলেন ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস। তিনি নিজেও একজন বিজেপি বিধায়ক এবং সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা। আজ নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেন তিনি। বেশ কয়েকমাস ধরেই বিপ্লব দেব এবং বিজেপি নেতা ছিলেন আশিস দাস। এবং দেবীপক্ষের সূচনা আগেই দল ছাড়লেন তিনি।

আজ কলকাতায় কালীঘাট মন্দির সংলগ্ন আদিগঙ্গা পাড়ে বসে পুজো দিয়ে, হোম-যজ্ঞ করে, মাথা মুড়িয়ে বিজেপি নিধনের শপথ নিলেন ত্রিপুরার সুরমার বিধায়ক আশিসবাবু। খুব দ্রুত তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা তাঁর। এবং যদি সেটা হয় তাহলে এই প্রথম কোনও ত্রিপুরার কোনও বিজেপি বিধায়ক যোগ দেবেন ঘাসফুল শিবির।

আরও পড়ুন-সুপ্রিমকোর্টে পৌঁছল লখিমপুর খেরি হিংসা, প্রধান বিচারপতিকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি

তবে দল ত্যাগের এদিন কালীঘাটে এসে গঙ্গার ঘাটে পুজো দিয়ে ও যজ্ঞ করে নিজের রাজ্যে ত্রিপুরার বিজেপি নামক অশুভ শক্তি বিনাশের জন্য প্রার্থনা করলেন। একইসঙ্গে মাথা মুড়িয়ে এতদিন বিজেপি করে যে পাপ করেছিলেন তার জন্য কালীঘাট আদি গঙ্গার ঘাটে প্রায়শ্চিত্ত করেন। ‘‘দোষ’’ কাটিয়ে তবেই তিনি অন্য দলে যোগ দেবেন।

এদিন বিজেপি ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কার্যত এক হাত দিয়ে আশিস দাস বলেন, ” বিপ্লব দেব মানুষকে সম্মান দেয় না। রাজ্যের উন্নয়ন তিনি করেননি। ত্রিপুরায় এই মুহূর্তে অশান্তির বাতাবরণ। সিপিএমের ২৫ বছর অপশাসনের বিরুদ্ধে কোনও বিকল্প ছিল না বলে মানুষ তখন আবেগে বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু আর নয়। যতদিন না ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাত করা যাচ্ছে, মুণ্ডিত মস্তকেই থাকব।” এ দিল আশিসবাবু আরও ইঙ্গিত দেন, কমপক্ষে ১০জন বিজেপি বিধায়ক জল ছাড়ার জন্য প্রস্তুত।

সবশেষে আশিস দাস জানান, এই মুহূর্তে গোটা দেশের মুখ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র তাঁর নেতৃত্বেই মোদি-অমিত শাহদের ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের ক্ষমতা থেকে উৎখাত করা সম্ভব।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version