Friday, November 7, 2025

লখনউ বিমানবন্দরে ধর্ণায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, কেন তাঁকে আটকালো পুলিশ?

Date:

লখনউ বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হল না ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে। পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। প্রতিবাদে লখনউ বিমানবন্দরে ধর্নায় বসলেন বাঘেল।

সূত্রের খবর, মঙ্গলবার ভূপেশ বাঘেল রাজ্য কংগ্রেস অফিসে গিয়ে দলীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। এছাড়াও তিনি লখিমপুর খেরিতে রবিবারের সহিংসতায় নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কিন্তু তাঁকে আটকায় পুলিশ। পুলিশ তাঁকে জানায় সেখানে ১৪৪ ধারা জারি থাকার কারণে তাকে আটকানো হয়েছে।

আরও পড়ুন-সুপ্রিমকোর্টে পৌঁছল লখিমপুর খেরি হিংসা, প্রধান বিচারপতিকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি

এরপরই মুখ্যমন্ত্রী পুলিশকর্মীদের বলেন, “আমাকে কেন থামানো হচ্ছে? আমি লখিমপুর যাচ্ছি না যেখানে নিষেধাজ্ঞা জারি আছে। আমি কেবল কংগ্রেস অফিসে যাচ্ছি।”

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  মুখ্যমন্ত্রী বলেন, তিনি লখিমপুর খেরিতে যাওয়ার পরিকল্পনা করছেন না। কিন্তু কংগ্রেস অফিসে যাবেন। যেখানে তিনি আগামীকাল সাংবাদিক বৈঠক করবেন। তিনি আরও বলেন, তিনি দলের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছেন যিনি বর্তমানে সীতাপুরে হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, উত্তর প্রদেশের লাখিমপুর খেরি এলাকায় কৃষক আন্দোলনকে কেন্দ্র করে চার কৃষকসহ ৮ জনের মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টা পরেও উত্তপ্ত গোটা রাজ্য। লাখিমপুর খেরি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। রবিবার কৃষক বিক্ষোভে উত্তাল লাখিমপুর খেরি তিনটি এসইউভি গাড়ি কৃষকদের মিছিলের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। আন্দোলনকারী কৃষকদের অভিযোগ তিনটি বিলাসবহুল গাড়়ির একটি চালাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। লাখিমপুর খেরিতে ইতিমধ্যেই পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তাদের নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে দেয়নি যোগীর রাজ্যের পুলিশ।

 

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version