Sunday, November 9, 2025

কালীঘাটে যজ্ঞ করে, মাথা মুড়িয়ে বিজেপি নিধনের শপথ ত্রিপুরার বিধায়ক আশিস দাসের

Date:

যজ্ঞ করে, মাথা মুড়িয়ে বিজেপি নিধনের শপথ নিলেন ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস। তিনি নিজেও একজন বিজেপি বিধায়ক এবং সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা। আজ নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেন তিনি। বেশ কয়েকমাস ধরেই বিপ্লব দেব এবং বিজেপি নেতা ছিলেন আশিস দাস। এবং দেবীপক্ষের সূচনা আগেই দল ছাড়লেন তিনি।

আজ কলকাতায় কালীঘাট মন্দির সংলগ্ন আদিগঙ্গা পাড়ে বসে পুজো দিয়ে, হোম-যজ্ঞ করে, মাথা মুড়িয়ে বিজেপি নিধনের শপথ নিলেন ত্রিপুরার সুরমার বিধায়ক আশিসবাবু। খুব দ্রুত তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা তাঁর। এবং যদি সেটা হয় তাহলে এই প্রথম কোনও ত্রিপুরার কোনও বিজেপি বিধায়ক যোগ দেবেন ঘাসফুল শিবির।

আরও পড়ুন-সুপ্রিমকোর্টে পৌঁছল লখিমপুর খেরি হিংসা, প্রধান বিচারপতিকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি

তবে দল ত্যাগের এদিন কালীঘাটে এসে গঙ্গার ঘাটে পুজো দিয়ে ও যজ্ঞ করে নিজের রাজ্যে ত্রিপুরার বিজেপি নামক অশুভ শক্তি বিনাশের জন্য প্রার্থনা করলেন। একইসঙ্গে মাথা মুড়িয়ে এতদিন বিজেপি করে যে পাপ করেছিলেন তার জন্য কালীঘাট আদি গঙ্গার ঘাটে প্রায়শ্চিত্ত করেন। ‘‘দোষ’’ কাটিয়ে তবেই তিনি অন্য দলে যোগ দেবেন।

এদিন বিজেপি ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কার্যত এক হাত দিয়ে আশিস দাস বলেন, ” বিপ্লব দেব মানুষকে সম্মান দেয় না। রাজ্যের উন্নয়ন তিনি করেননি। ত্রিপুরায় এই মুহূর্তে অশান্তির বাতাবরণ। সিপিএমের ২৫ বছর অপশাসনের বিরুদ্ধে কোনও বিকল্প ছিল না বলে মানুষ তখন আবেগে বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু আর নয়। যতদিন না ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাত করা যাচ্ছে, মুণ্ডিত মস্তকেই থাকব।” এ দিল আশিসবাবু আরও ইঙ্গিত দেন, কমপক্ষে ১০জন বিজেপি বিধায়ক জল ছাড়ার জন্য প্রস্তুত।

সবশেষে আশিস দাস জানান, এই মুহূর্তে গোটা দেশের মুখ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র তাঁর নেতৃত্বেই মোদি-অমিত শাহদের ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের ক্ষমতা থেকে উৎখাত করা সম্ভব।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version