Monday, May 5, 2025

পূর্ণ উদ্যমে ভোটের প্রচারে নেমে পড়েছেন দিনহাটার প্রার্থী উদয়ন

Date:

দিনহাটা আসন এবার প্রেস্টিজ ফেক্টর৷ গত বিধানসভা নির্বাচনে ৫৭ ভোটের ব্যবধানে এই জেতা আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। কোচবিহারের নয়টি আসনের মধ্যে গত নির্বাচনে দুটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। সাতটি আসনের মধ্যে ছয়টি আসনে ব্যবধান বিজেপির তুলনায় পিছিয়ে থাকলেও সবচেয়ে কম ব্যবধানে দিনহাটা আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এদিকে বিপুল আসন নিয়ে রাজ্যে ফের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পর অনেকটাই চাপ মুক্ত তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি এই আসনে জয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বিধায়ক পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ফের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে চাপের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। তৃণমূল কংগ্রেসের গতবারের প্রার্থী ছিলেন উদয়ন গুহ৷ এবারে তৃণমূল কংগ্রেস উদয়নকে জেলার চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে৷ হাতে গোনা একমাস পর ৩০ অক্টোবর নির্বাচন দিনহাটা আসনে। শাসকদল দিনহাটার পুরোনো মুখ উদয়ন গুহকেই ভরসা করেছে। আজ শুকারুরকুঠি এলাকায় প্রচার করেছেন উদয়ন গুহ৷ তিনি আজ বলেন বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হবে৷ বিজেপি হেরে যাবে নিশ্চিত তারা। বিজেপিও শ্রীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করে প্রচারে নামতে চলেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষনার দুদিন পরেও এখনও বিজেপি তার দলের প্রার্থীর নাম ঘোষনা করতে পারেনি।। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করবে তা এখনও ঘোষণা করা নিয়ে বিপাকে পরেছে দল। জানা গেছে বিজেপির একাংশ চাইছে দিনহাটার কোনো মুখকে উদয়ন গুহের বিরুদ্ধে প্রার্থী করতে। তবে গতবার নির্বাচনে জিতে বিধায়ক পদ ছেড়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে নিশীথ প্রামানিক দিল্লিতে এখন। তাই কাকে বিজেপি নেতাদের এমনিতেই দিনহাটার নিচুতলার কর্মীদের কাছে জবাব দিতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ আগেভাগেই দিনহাটায় মিটিং মিছিল শুরু করেছে। নির্বাচনের পর বিজেপিকে দিনহাটায় সেভাবে ময়দানে কোনো কর্মসূচিতে দেখেনি সাধারন মানুষ। এই অবস্থায় উদয়ন গুহের বিরুদ্ধে মুখ কে হবে তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। দুয়েক দিনের মধ্যে ঘোষনা হতে পারে বিজেপি প্রার্থীর নাম। জানা গেছে নির্বাচনী কমিটি ঘোষনা হয়েছে বিজেপির। তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে অবজারভার ও জেলার ছয় বিধায়ক সহ বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তকে কো অবজারভার করেছে দল। বিজেপি ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে আসা অশোক মন্ডলকে প্রার্থী করতে পারে বিজেপি। বিজেপি জেলা সভানেত্রী ও বিধায়ক মালতী রাভা বলেন যিনি প্রার্থী হবেন তিনি জিতবেন। উদয়ন গুহের হার নিশ্চিত। তারা দলীয় ভাবে আলোচনা করে প্রার্থীর নাম জানাবেন৷

 

Related articles

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...
Exit mobile version