Wednesday, November 5, 2025

“জাগো বাংলা” পুজো সংখ্যা প্রকাশের মধ্য দিয়েই আজ শারদ উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর

Date:

দীর্ঘ বর্ণময় রাজনৈতিক কেরিয়ার। রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতিতে প্রধান বিরোধী মুখ। তবে প্রশাসনিক কাজ ও রাজনীতির বাইরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার কয়েকটি দিন তিনিও উৎসব মুখর হয়ে ওঠেন।
আজ মহালয়া। দেবীপক্ষের সূচনা। প্রতি বছরের মতো এবারও এই দিন থেকেই উৎসবের সূচনায় নেমে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শহরের নামি ৬টি পুজোর উদ্বোধন করবেন তিনি। প্রতিটি পুজোই দক্ষিণ কলকাতার।
তবে তার আগে বিকেল ৩টে সময় থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর প্রথম কর্মসূচি। নজরুল মঞ্চে দলীয় মুখপত্র “জাগো বাংলা”র  শারদ সংখ্যার প্রকাশ হবে তাঁর হাত দিয়ে। প্রতি বছর মহালয়ার দিন এই অনুষ্ঠান দিয়ে পুজোর কর্মসূচি শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও থাকবেন লেখক, কবি, সাহিত্যিকরা। যাঁদের লেখনীতে সমৃদ্ধ হয়েছে “জাগো বাংলা” বিশেষ পুজো সংখ্যা। ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে নজরুল মঞ্চে।
এরপর এদিন মোট ৬টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।  বিকেল ৪টের সময় নাকতলা উদয়ন সংঘ, ৪.৩০টের সময় সেলিমপুর পল্লি, ৫টায় বাবুবাগান, ৫.৩০টার সময় যোধপুর পার্ক ৯৫ পল্লি, ৬টায় যোধপুর পার্ক, এবং সবশেষে ৬.৩০ মিনিটে চেতলা অগ্রণী। প্রতি বছরের মতো এবারও মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীতে দেবী মূর্তির “চক্ষুদান” করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এখানেই শেষ নয়। এরপর বৃহস্পতিবার থেকে একে একে নিউ আলিপুর সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রীন, শিমলা ব্যায়াম সমিতি, কলেজ স্কোয়ার থেকে শুরু করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, উল্টোডাঙ্গার তেলেঙ্গাবাগান সহ বিভিন্ন পুজো উদ্বোধনের লম্বা তালিকা তৈরি রয়েছে বলে জানা গিয়েছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version