Sunday, August 24, 2025

বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা (Ratan Tata)! কিন্তু কেন? কে এই তরুণ? তিনি কলকাতার সায়ন চক্রবর্তী (Sayan Chakraborty)। বয়স মাত্র ২৬ বছর। আড়াই হাজার টাকা নিয়ে স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন। এখন আয় লক্ষ লক্ষ টাকা। কী ভাবে এলো এই সাফল্য? এই প্রশ্নের উত্তর সায়ন দিয়েছেন তাঁর আত্মজীবনীতে। সম্প্রতি বাংলা এবং ইংরেজি প্রকাশিত হয়েছে তাঁর লেখা বইটি। আর সেটা পৌঁছে গিয়েছে খোদ রতন টাটার হাতে। রতনে রতন চিনেছে। বই পড়ে এতটাই অভিভূত রতন টাটা চিঠিই লিখে ফেলেছেন সায়নকে।

আরও পড়ুন- মহালয়ায় তর্পণের জন্য বিভিন্ন ঘাটে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে

বিশ্ব বিখ্যাত এই শিল্পপতি ইমেলে (Email) সায়নকে লেখেন, “তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে গর্বিত। যে ভাবে ব্যবসার ইচ্ছাটা ধরে রেখে তুমি সফল হয়েছ, তা শুনে আমি মুগ্ধ। আশা করি একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হবে।”

সায়নের লেখা বই এবছর অক্টোবরেই প্যারিসে (Paris) প্রকাশিত। ডিসেম্বর থেকে পাওয়া যাবে এদেশে। তার আগেই রতন টাটার এই শুভেচ্ছা জানানো ইমেল পেয়ে আপ্লুত সায়ন। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেই দিয়েছেন ইমেলের ছবি। তাঁর মতে, ছোট থেকেই রতন টাটাকে নিজের আদর্শ বলে মানেন তিনি। বাঙালি তরুণের এই সাফল্যের কথা জানতে এখন অপেক্ষায় নেটিজেনরাও।

বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা (Ratan Tata)! কিন্তু কেন? কে এই তরুণ? তিনি কলকাতার সায়ন চক্রবর্তী (Sayan Chakraborty)। বয়স মাত্র ২৬ বছর। আড়াই হাজার টাকা নিয়ে স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন। এখন আয় লক্ষ লক্ষ টাকা। কী ভাবে এলো এই সাফল্য? এই প্রশ্নের উত্তর সায়ন দিয়েছেন তাঁর আত্মজীবনীতে। সম্প্রতি বাংলা এবং ইংরেজি প্রকাশিত হয়েছে তাঁর লেখা বইটি। আর সেটা পৌঁছে গিয়েছে খোদ রতন টাটার হাতে। রতনে রতন চিনেছে। বই পড়ে এতটাই অভিভূত রতন টাটা চিঠিই লিখে ফেলেছেন সায়নকে।

বিশ্ব বিখ্যাত এই শিল্পপতি ইমেলে (Email) সায়নকে লেখেন, “তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে গর্বিত। যে ভাবে ব্যবসার ইচ্ছাটা ধরে রেখে তুমি সফল হয়েছ, তা শুনে আমি মুগ্ধ। আশা করি একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হবে।”

সায়নের লেখা বই এবছর অক্টোবরেই প্যারিসে (Paris) প্রকাশিত। ডিসেম্বর থেকে পাওয়া যাবে এদেশে। তার আগেই রতন টাটার এই শুভেচ্ছা জানানো ইমেল পেয়ে আপ্লুত সায়ন। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেই দিয়েছেন ইমেলের ছবি। তাঁর মতে, ছোট থেকেই রতন টাটাকে নিজের আদর্শ বলে মানেন তিনি। বাঙালি তরুণের এই সাফল্যের কথা জানতে এখন অপেক্ষায় নেটিজেনরাও।

 

 

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...
Exit mobile version