Monday, November 10, 2025

মহালয়াতেই একের পর এক পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, প্রতিমার চক্ষুদান চেতলা অগ্রনীতে

Date:

আজ মহালয়ায় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে। বাঙালীদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। এবার মহালয়া থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নাকতলা উদয়ন সংঘের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নাকতলা উদয়ন সংঘের সঙ্গে যুক্ত শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনিও আজ উপস্থিত থাকেন। মায়ের পায়ে পুষ্প নিবেদন করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন , প্রতিমা তাঁর দারুণ পছন্দ হয়েছে এবং কোভিডের কারণে খোলামেলা মন্ডপ করা হয়েছে। এবং তিনি অনুরোধ জানান যারাই মণ্ডপে ঢুকবেন একটা মাস্ক করে প্রবেশ করবেন। তিনি বলেন, জীবনে দুঃখ থাকবে আনন্দ থাকবে। অনেক ব্যাথার মধ্যে দিয়েও সকলে ভালো করে পুজো উদযাপন করুন।
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেলিমপুরে দুর্গাপুজোর শুভ উদ্বোধন করেন।
বাবুবাগানের পুজোর উদ্বোধন করেন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে । বাবুবাগানের মণ্ডপ করা হয়েছে ঠিক লাইব্রেরির মত। প্রচুর বই সাজিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ। মমতা বলেন, বিদ্যা আমাদের বড় পুঁজি। প্রচুর বই রাখা হয়েছে মণ্ডপে।খুব সুন্দর থিম। প্রচুর দর্শনার্থীরা আসবেন পুজো দেখতে কিন্তু অবশ্যই মুখে মাস্ক পরে আসতে হবে বলে ফের অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর মুখ্যমন্ত্রীর যোধপুর পার্ক ৯৫ পল্লীর দুর্গাপুজোর উদ্বোধন করেন। বলেন, খুব ভালো প্রতিমা তৈরি হয়েছে। মন্ডপ খোলামেলা তৈরি করায় ক্লাব কমিটিকে ধন্যবাদ জানান তিনি। মমতা আরও বলেন, ক্লাবগুলিকে খেয়াল রাখতে হবে কেউ যেন উত্তেজনা না ছড়ায়। কারণ বাংলার পুজো সারা পৃথিবীর পর্ব। এত কৃষ্টি বাংলা ছাড়া কোথাও নেই। পুজোকে ঘিরে প্রচুর টাকার ব্যবসা হয় বাংলায়। এরপর তিনি যোধপুর পার্কের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করেন। ফিতে কেটে পুজোর উদ্বোধন করার পর মায়ের পায়ে পুষ্প নিবেদন করেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও আজ তিনি চেতলা অগ্রনী দুর্গাপুজোরও উদ্বোধন করেন। মায়ের পায়ের পুষ্প নিবেদন করেন। ফিরহাদ হাকিমের পুজোর প্রতিমার চক্ষুদান করেন মুখ‍্যমন্ত্রী। পরিবহন মন্ত্রীর অনুরোধে মণ্ডপে দাঁড়িয়ে তিনি চন্ডীপাঠের বেশ কিছুটা অংশ পাঠ করেন। চেতলা অগ্রনীর সুন্দর সাজানো চারদিক খোলা মণ্ডপের ভূয়সী প্রশংসা করেন।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version