পাকিস্তানের( Pakistan) জাতীয় দলের কোচ হতে নারাজ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম( Wasim Akram)। এদিন একটি সাক্ষাৎকারে এমানটাই জানালেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক।

এদিন এক সাক্ষাৎকারে আক্রম বলেন,” একটি দলের কোচ হলে বছরে ২০০ থেকে ২৫০ দিন কাজ করতে হয়। প্রচুর কাজ। আমার মনে হয় না পরিবারকে ছেড়ে এত দিন সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দলের সকলের কাছে আমার মোবাইল নম্বর আছে। যে কোনও সময় আমার সঙ্গে কথা বলতে পারে ওরা। আমি পরামর্শ দেব।”

এরপাশাপাশি আক্রম বলেন,” আমি বোকা নই। আমি দেখেছি কী ভাবে কোচ এবং ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করে দর্শক। দল হারলে কোচের দোষ বলে আমি মনে করি না। আমি এটাকে ভয় পাই। আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে এটা আমি মানতে পারব না। খেলার প্রতি মানুষের আবেগকে আমি সম্মান করি, কিন্তু তাদের খারাপ ব্যবহারকে নয়। অন্য কোনও দেশে এমন দেখিনি।”

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেছেন ওয়াসিম আক্রম। কিন্তু জাতীয় দলকে কখনও প্রশিক্ষণ দেননি তিনি।


আরও পড়ুন:আন্তর্জাতিক হকি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে জয় জয়কার ভারতীয় হকি দলের

