Friday, August 29, 2025

কিছুদিন আগেই তীব্র বাগযুদ্ধে জড়িয়েছিলেন Babul Supriyo এবং Kunal Ghosh. বাবুল তখনও BJPতেই। তিনি রাজনীতি ছাড়ার Face Book পোস্ট করতেই তাঁকে আক্রমণ করে পাল্টা পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। বলেছিলেন,” এসব নাটক। উনি রাজনীতি ছাড়বেন না। মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে বলে এসব সস্তা রাজনীতি।” বাবুল তখন কুণালের জেলজীবন তুলে খোঁচা দেন। তারপর কুণাল আরও তীব্র আক্রমণ করেন।

এরমধ্যেই বিজেপি ছেড়ে নাটকীয়ভাবে তৃণমূলে যোগ দেন বাবুল। Abhishek Banerjeeর কাছে তিনি পৌঁছতেই রাজনৈতিক মহল তোলপাড় করে দেয় সেই Breaking News.

বুধবার জাগোবাংলার উৎসবসংখ্যার উদ্বোধনে মঞ্চে মুখোমুখি হন বাবুল-কুণাল। বাবুল এসে প্রথমে ভিআইপি দর্শকাসনে বসেন। কুণাল তখন সঞ্চালক। বাবুলকে সঙ্গীত পরিবেশনের অনুরোধ করে মঞ্চে ডেকে নেন কুণাল। বাবুল গান ধরেন,” আমি বাংলায় গান গাই।” এরপর যখন Mamata Banerjeeও মঞ্চে, তখনও গানে ইন্দ্রনীল, সৌমিত্র, নচিকেতার সঙ্গে সক্রিয় ছিলেন বাবুল। একটি বাদ্যযন্ত্র উপহার দেন মমতাকে।

একাধিকবার দেখা যায় বাবুল এবং কুণাল হেসে কথা বলছেন নিজেদের মধ্যে। একবার দেখা যায় কোনো বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রীকে কিছু বললেন, তিনিও হেসে ফেললেন। জানা গিয়েছে, বাবুল কুণালকে রসিকতা করে বলেন,” আমি কিন্তু এখন তৃণমূলে। তুমি সেটা ভুলে গিয়ে আমাকে আবার কিছু বলে বোসো না!” কুণাল হেসে বলেন,” এই রে, তুমি কি এখনও রেগে আছো নাকি?” এসব শুনে হেসে ফেলেন নেত্রীও। অনুষ্ঠানের পর স্ত্রীর সঙ্গে কুণালকে আলাপ করিয়ে দেন বাবুল।

প্রসঙ্গত, বাবুলের সঙ্গে কুণালের সম্পর্ক যথেষ্ট সৌজন্যমূলক ছিল। মোটেই খারাপ ছিল না। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার প্রচার সেরে ফেরার পথে বারুইপুরের এক রেস্তোরাঁয় ঘটনাচক্রে আলাদাভাবে চা খেতে ঢোকা বাবুল-শুভেন্দু এবং কুণালের দেখা হওয়া নিয়ে মিডিয়া তোলপাড় হয়েছিল। তখন যে যার দলের মঞ্চে পরস্পরকে আক্রমণ করলেও ব্যক্তিগত আড্ডা বন্ধ হয়নি বাবুল-কুণালের। কুণাল গায়ক বাবুলের রবীন্দ্রসঙ্গীতের ভক্তও বটে। কিন্তু কিছুদিন আগে দুজনের বাগযুদ্ধ তীব্র হয়ে ওঠে। বাবুল যত বলেন তিনি রাজনীতি ছাড়বেন, কুণাল কটাক্ষ, খোঁচায় তুলোধনা করেন। আবার কুণালকেও জেলজীবন নিয়ে পাল্টা দেন বাবুল। বাবুল বনাম কুণাল চলেছিল বেশ কদিন।
মহালয়ার বিকেলে জাগোবাংলার মঞ্চে এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে দাঁড়ি পড়ল।

এদিন মঞ্চে সহাবস্থান ছিল বাবুল এবং অরূপ বিশ্বাসেরও। এবারই টালিগঞ্জে লড়তে আসা বাবুলকে বিপুল ভোটে হারিয়েছেন অরূপ। এদিন মঞ্চে ছিলেন দুজনেই।

আরও পড়ুন:“বিজেপি মোকাবিলায় ব্যর্থ কংগ্রেস, নতুন ভারত গড়তে নেতৃত্ব দিক বাংলা”: মমতা

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version