Sunday, November 9, 2025

ঘর বাঁচাতে মরিয়া বিজেপি: জাতীয় কর্মসমিতিতে স্থান রাজীব-মিঠুন-দীনেশের

Date:

ঘর বাঁচাতে মরিয়া বিজেপি। দলের জাতীয় কর্মসমিতিতে জায়গা দেওয়া হল তৃণমূল (Tmc) থেকে যাওয়া তিন নেতাকে। তার মধ্যে সবচেয়ে বিতর্কিত নাম রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Bandopadhyay)। বাকি দুজন হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দীনেশ ত্রিবেদী (Dinesh Tribedi)। বৃহস্পতিবার, এই নাম ঘোষণা করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। ওই কমিটিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়েছে আমন্ত্রিত সদস্য হিসেবে।

বিজেপি-র সংবিধান অনুযায়ী, দলের অন্যতম প্রধান কমিটি এটি। এর উপরে শুধু ১২ সদস্যের সংসদীয় বোর্ড রয়েছে। যাবতীয় নীতিগত সিদ্ধান্ত নেয় সেই বোর্ড।

আরও পড়ুন-লখিমপুরকাণ্ডের প্রতিবাদের জের, বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটি থেকে বাদ মানেকা, বরুণ

বিধানসভা নির্বাচনের আগে দলবদল করা রাজীব বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই বেসুরো ছিলেন শুধু তাই নয় বারবার তাকে বিজেপি বিরোধী কথা বলতে শোনা গিয়েছিল আমন্ত্রণ প্রিয় রাজ্য গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হননি রাজিব তার তৃণমূলের বিষয় জল্পনা ছিল রাজনৈতিক মহলে তবে তার আগেই তৃণমূলের ফিরলেন বিজেপিতে যাওয়া আর আপনি তারাফ সব্যসাচী দত্ত আসে দিনেই রাজীবকে নতুন দায়িত্ব দিল বিজেপি। অনেক মতে, নব্য বিজেপি নেতাকে ধরে রাখতেই এই সম্মান।

বিজেপি-র জাতীয় কার্যসমিতিতে রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, রাজনাথ সিং, নীতিন গডকড়ি প্রমুখ। এই সঙ্গেই জায়গা পেয়েছেন মিঠুন, দীনেশ ত্রিবেদী। রয়েছেন অভিনেত্রী-সাংসদ হেমা মালিনীও। তবে বাদ পড়েছেন গান্ধী পরিবারের দুই সদস্য মেনকা ও বরুণ। লখিমপুরের ঘটনা সমালোচনার জন্য তাঁদের উপর এই কোপ বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version