Thursday, August 28, 2025

ঘর বাঁচাতে মরিয়া বিজেপি: জাতীয় কর্মসমিতিতে স্থান রাজীব-মিঠুন-দীনেশের

Date:

ঘর বাঁচাতে মরিয়া বিজেপি। দলের জাতীয় কর্মসমিতিতে জায়গা দেওয়া হল তৃণমূল (Tmc) থেকে যাওয়া তিন নেতাকে। তার মধ্যে সবচেয়ে বিতর্কিত নাম রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Bandopadhyay)। বাকি দুজন হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দীনেশ ত্রিবেদী (Dinesh Tribedi)। বৃহস্পতিবার, এই নাম ঘোষণা করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। ওই কমিটিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়েছে আমন্ত্রিত সদস্য হিসেবে।

বিজেপি-র সংবিধান অনুযায়ী, দলের অন্যতম প্রধান কমিটি এটি। এর উপরে শুধু ১২ সদস্যের সংসদীয় বোর্ড রয়েছে। যাবতীয় নীতিগত সিদ্ধান্ত নেয় সেই বোর্ড।

আরও পড়ুন-লখিমপুরকাণ্ডের প্রতিবাদের জের, বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটি থেকে বাদ মানেকা, বরুণ

বিধানসভা নির্বাচনের আগে দলবদল করা রাজীব বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই বেসুরো ছিলেন শুধু তাই নয় বারবার তাকে বিজেপি বিরোধী কথা বলতে শোনা গিয়েছিল আমন্ত্রণ প্রিয় রাজ্য গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হননি রাজিব তার তৃণমূলের বিষয় জল্পনা ছিল রাজনৈতিক মহলে তবে তার আগেই তৃণমূলের ফিরলেন বিজেপিতে যাওয়া আর আপনি তারাফ সব্যসাচী দত্ত আসে দিনেই রাজীবকে নতুন দায়িত্ব দিল বিজেপি। অনেক মতে, নব্য বিজেপি নেতাকে ধরে রাখতেই এই সম্মান।

বিজেপি-র জাতীয় কার্যসমিতিতে রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, রাজনাথ সিং, নীতিন গডকড়ি প্রমুখ। এই সঙ্গেই জায়গা পেয়েছেন মিঠুন, দীনেশ ত্রিবেদী। রয়েছেন অভিনেত্রী-সাংসদ হেমা মালিনীও। তবে বাদ পড়েছেন গান্ধী পরিবারের দুই সদস্য মেনকা ও বরুণ। লখিমপুরের ঘটনা সমালোচনার জন্য তাঁদের উপর এই কোপ বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version