পরপর শুটিং ক্যানসেল, বাতিল অজয়ের সঙ্গে বিজ্ঞাপনের কাজও

একটার পর একটা শুটিং বাতিল করে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan) । বলিউড সূত্রে খবর , এই আচরণ শাহরুখের ক্ষেত্রে একেবারেই অপ্রত্যাশিত। শাহরুখ এতটাই পেশাদার যে যত যাই হোক না কেন শ্যুটিং সহজে বাতিল করেন না । কিন্তু মাদককাণ্ডে বড় ছেলেরা গ্রেপ্তারি শাহরুখকে এতটাই বিধ্বস্ত করে দিয়েছে যে তিনি ছেলে ছাড়া আপাতত আর কিছু ভাবতে পারছেন না। আর তাই একদম শেষ মুহূর্তে বাতিল হল অজয় দেবগনের সাথে বিজ্ঞাপনের কাজ। শেষ মুহূর্তে বাতিল করলেন বিজ্ঞাপনের শ্যুটিং। তাঁর জন্য প্রস্তুত ছিল সেট। সহ-অভিনেতা অজয় দেবগণও (Ajay Devgan) পৌঁছে গিয়েছিলেন সকাল সকাল। কিন্তু কয়েক ঘণ্টা পর সকলে অপেক্ষা করার পর কিং খান জানালেন, তিনি কাজে যেতে পারবেন না। এমনই কাণ্ড ঘটালেন বলিউডের বাদশা।

 

জানা গিয়েছে , শাহরুখের জন্য ২৫-৩০ জন দেহরক্ষী প্রস্তুত ছিলেন সেটে। ভোর থেকে তাঁর ভ্যানিটি ভ্যানও দাঁড়িয়ে ছিল সেখানে। বেলার দিকে শ্যুট বাতিল করলেন শাহরুখ। সূত্রের কথায়, ‘‘শাহরুখের সঙ্গে অজয় দেবগণের অভিনয় করার কথা ছিল। তিনি সকালেই পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শাহরুখকে বাদ দিয়ে তাঁর অংশগুলি শ্যুট করা হয়েছে।’’