৬০ হাজারের গণ্ডি পেরিয়ে ফের শিখরে শেয়ার বাজার, ৩৮১ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৬০,০৫৯.০৬ (⬆️ ০.৬৪%)

🔹নিফটি ১৭,৮৯৫.২০ (⬆️ ০.৫৯%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। উন্নতির ধারা অব্যাহত রেখে ৬০ হাজারের গণ্ডি পারিয়ে নয়া রেকর্ড গড়েছিল সেনসেক্স। মাঝে কিছুটা ধাক্কা খেলেও সেই ধারা অব্যাহত রেখে শুক্রবার ঊর্ধ্বমুখী হল বাজার। এদিন ৩৮১ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে মাত্র ১০৪ পয়েন্ট।

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে উন্নতির ধারা অব্যাহত রেখে ৩৮১ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৮১.৩০ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,০৫৯.০৬। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১০৪.৮৫ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৮৯৫.২০।

advt 19

 

Previous article৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করল টাটা সন্স
Next articleমমতাকে ছাড়া একডালিয়ার পুজো অসম্পূর্ণ, বললেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়