৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করল টাটা সন্স

এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করল টাটা সন্স। বিডে সর্বোচ্চ দর হাকিয়ে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করতে এগিয়ে গেল টাটা সন্স। এয়ার ইন্ডিয়া কেনার জন্য অন্য সংস্থার পাশাপাশি টাটার তরফেও দরপত্র জমা দেওয়া হয়েছিল। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, সর্বোচ্চ দর দিয়েছে টাটা গোষ্ঠী। তারা ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেছে। ৩০ দিনের মধ্যে এই অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হবে।৬৮ বছর পর ফের তাদের হাতে এয়ার ইন্ডিয়া।

এদিকে, এয়ার ইন্ডিয়া ফের টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রণে আসার পরপরই টুইট করেছেন রতন টাটা। তিনি এদিন টুইটে লিখেছেন, ‘ওয়েল কাম ব্যাক এয়ার ইন্ডিয়া।’ ১৯৩২ সালে টাটা গোষ্ঠীর হাত ধরেই শুরু হয়েছিল টাটা এয়ারলাইন্স। ১৯৪৬ সালে যা নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া।

advt 19

 

Previous articleচিন্তার কারণ : কলকাতা, উত্তর ২৪ পরগণা সহ একাধিক জেলায় বাড়ছে করোনা, ডেঙ্গু, ম্যালেরিয়া
Next article৬০ হাজারের গণ্ডি পেরিয়ে ফের শিখরে শেয়ার বাজার, ৩৮১ পয়েন্ট বাড়ল সেনসেক্স