Friday, May 16, 2025

রুটিন মেনে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তর

Date:

পরপর টানা চারদিন বাড়ল জ্বালানির মূল্য। উৎসবের মরসুমে ক্রমাগত আঁকাশছোয়া হয়ে উঠছে পেট্রোল-ডিজেলের দাম। তাতেই পকেটে টান পড়েছে মধ্যবিত্তদের। দুর্গাপুজোয় ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, ঠাকুর দেখাও লাটে ওঠার জোগাড়। শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়ে ১০৪টাকা ২৩ পয়সা হল। থেমে নেই ডিজেলের দামও। আজ প্রতি লিটারে ৩৫ পয়সা বেড়ে ডিজেলের নয়া দাম ৯৫ টাকা ২৩ পয়সায় দাঁড়াল।করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।

আরও পড়ুন:উৎসবের মরসুমে কড়া সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রক

কলকাতা ছাড়াও দেশের অনান্য মহানগরীগুলিতেও পেট্রোলের দামে রেকর্ড গড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা বেড়েছে। রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৩ টাকা ৫৪ পয়সা। ডিজেলের দাম দিল্লিতে ৩৫ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯২.১২ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ১০৯.৫৪ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৯.৯২ টাকা।চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ১০১.০১ টাকা। ডিজেলের দাম হয়েছে ৯৬.৬০ টাকা। গত ১১ দিনে পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৩৫ টাকা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে সাড়ে তিন টাকা।বিধানসভার ভোটের পর ফের একবার জ্বালানির দাম বৃদ্ধি দৈনিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে উৎসবের মরসুম অন্যদিকে অতিমারীর প্রকোপ- এমতাবস্থায় জ্বালানির বেলাগাম দামবৃদ্ধিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ।করোনার কারণে যখন দেশের অর্থনীতির হাল বেহাল, কাজ হারিয়েছেন বহু মানুষ, তখন ক্রমাগত জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

 

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version