Saturday, November 1, 2025

মাদক-পার্টিতে এত লোক থাকা সত্ত্বেও শুধু ১৭ জনকে গ্রেফতার কেন? প্রশ্ন আরিয়ানের

Date:

বৃহস্পতিবার শাহরুখ-পুত্রকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। শুক্রবার ফের আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সতীশ মানশিণ্ডে। জামিনের শুনানির সময় নিজের ক্ষোভ প্রকাশ করেন আরিয়ান খান। তাঁর প্রশ্ন, “মাদক-পার্টিতে ১৩০০ জন লোক ছিলেন। কিন্তু বেছে বেছে গ্রেফতার হলেন শুধু ১৭ জন।” পাশাপাশি তাঁর দাবি, সেদিন প্রমোদতরণীতে ওঠার সময় তাঁর ব্যাগ পরীক্ষা করা হয়েছিল, সেখানে মাদক মেলেনি। যদিও এব্যাপারে এনসিবি-র দাবি, মাদক সেবন করেছেন শাহরুখ-পুত্র,নিজেই তা স্বীকার করেছেন।

আরও পড়ুন:জামিন পেলেন না আরিয়ান, ১৪ দিনের জেল হেফাজত দিল আদালত

শুক্রবার জামিনের শুনানির সময় আরিয়ান জানিয়েছেন, প্রতীক নামে তাঁর এক বন্ধু এই পার্টির আয়োজকদের সঙ্গে তাঁর আলাপ করিয়েছিলেন। সেই ব্যক্তি আরিয়ানকে পার্টিতে আসার জন্য অনুরোধ করেছিলেন। আরিয়ানকে জানানো হয়েছিল, শাহরুখ খানের পুত্র এলে পার্টির জাঁকজমক বেড়ে যাবে। মূলত এই কারণেই নাকি ডেকে আনা হয়েছিল আরিয়ানকে।

এই প্রসঙ্গে আরিয়ানের আইনজীবীর দাবি, আরিয়ান এবং প্রতীকের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখলেই তাঁর মক্কেলের কথার সত্যতা বেরিয়ে আসবে। আরিয়ানের সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্টের সঙ্গেও পরিচয় রয়েছে প্রতীকের।এদিন আরিয়ান আরও বলেন, “মাদক-পার্টি আয়োজকদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আরবাজের সঙ্গে বন্ধুত্ব থাকলেও তাঁর ক্রিয়াকলাপের সঙ্গে আমি যুক্ত নই”।

অন্যদিকে এনসিবি-র তদন্তে যা উঠে এসেছে তাতে দেখা গিয়েছে, আরিয়ান এবং আরবাজ একই ব্যক্তির কাছ থেকে মাদক সংগ্রহ করতেন। তাঁদের চ্যাট থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে। তবে আরিয়ানের এই কথার পরিপ্রেক্ষিতে তাঁর জামিন পাওয়া যাবে কিনা তা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে।

 

Related articles

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...

বিডিও-র টেবিল চাপড়ে ‘সানি দেওল’ বিজেপি সাংসদ! হুমকি সংস্কৃতিকে কটাক্ষ তৃণমূলের

হুমকিতেই আটকে বঙ্গ বিজেপি নেতারা। তবে দেশজুড়ে হুমকির রাজনীতিতেই যে অভ্যস্থ বিজেপি নেতারা, ফের একবার প্রমাণ করলেন বিজেপি...

ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২, ঘটে ২৫০০০ লোকের সমাগম

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ভেঙ্কটেশ্বর মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। কার্তিক মাসের একাদশীর শুভ তিথিতে অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু...

৪৫ এসে থামলেন, টেনিসকে বিদায় বোপান্নার, জানালেন আগামীর পরিকল্পনাও

পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা রোহন বোপান্নার(Rohan Bopanna)। ভারতীয় টেনিসের বয়স্ক তরুণ। দুই দশকের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি। ৪৫...
Exit mobile version