Monday, November 3, 2025

মাদক-পার্টিতে এত লোক থাকা সত্ত্বেও শুধু ১৭ জনকে গ্রেফতার কেন? প্রশ্ন আরিয়ানের

Date:

বৃহস্পতিবার শাহরুখ-পুত্রকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। শুক্রবার ফের আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সতীশ মানশিণ্ডে। জামিনের শুনানির সময় নিজের ক্ষোভ প্রকাশ করেন আরিয়ান খান। তাঁর প্রশ্ন, “মাদক-পার্টিতে ১৩০০ জন লোক ছিলেন। কিন্তু বেছে বেছে গ্রেফতার হলেন শুধু ১৭ জন।” পাশাপাশি তাঁর দাবি, সেদিন প্রমোদতরণীতে ওঠার সময় তাঁর ব্যাগ পরীক্ষা করা হয়েছিল, সেখানে মাদক মেলেনি। যদিও এব্যাপারে এনসিবি-র দাবি, মাদক সেবন করেছেন শাহরুখ-পুত্র,নিজেই তা স্বীকার করেছেন।

আরও পড়ুন:জামিন পেলেন না আরিয়ান, ১৪ দিনের জেল হেফাজত দিল আদালত

শুক্রবার জামিনের শুনানির সময় আরিয়ান জানিয়েছেন, প্রতীক নামে তাঁর এক বন্ধু এই পার্টির আয়োজকদের সঙ্গে তাঁর আলাপ করিয়েছিলেন। সেই ব্যক্তি আরিয়ানকে পার্টিতে আসার জন্য অনুরোধ করেছিলেন। আরিয়ানকে জানানো হয়েছিল, শাহরুখ খানের পুত্র এলে পার্টির জাঁকজমক বেড়ে যাবে। মূলত এই কারণেই নাকি ডেকে আনা হয়েছিল আরিয়ানকে।

এই প্রসঙ্গে আরিয়ানের আইনজীবীর দাবি, আরিয়ান এবং প্রতীকের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখলেই তাঁর মক্কেলের কথার সত্যতা বেরিয়ে আসবে। আরিয়ানের সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্টের সঙ্গেও পরিচয় রয়েছে প্রতীকের।এদিন আরিয়ান আরও বলেন, “মাদক-পার্টি আয়োজকদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আরবাজের সঙ্গে বন্ধুত্ব থাকলেও তাঁর ক্রিয়াকলাপের সঙ্গে আমি যুক্ত নই”।

অন্যদিকে এনসিবি-র তদন্তে যা উঠে এসেছে তাতে দেখা গিয়েছে, আরিয়ান এবং আরবাজ একই ব্যক্তির কাছ থেকে মাদক সংগ্রহ করতেন। তাঁদের চ্যাট থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে। তবে আরিয়ানের এই কথার পরিপ্রেক্ষিতে তাঁর জামিন পাওয়া যাবে কিনা তা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version