Sunday, November 2, 2025

রক্তদান শিবিরের পাশাপাশি ও সুন্দরবনের দুঃস্থ শিশুদের সাহায্যে এগিয়ে এল কলেজ স্কোয়ার পুজো কমিটি

Date:

প্রাক-প্লাটিনাম জয়ন্তী বর্ষে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও কফি হাউস সোশ্যাল সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও সুন্দরবনের দুঃস্থ শিশুদের উপহার সামগ্রী প্রদান কর্মসূচি।

উৎসবের মরসুমে রক্তের যোগান সঠিক রাখতে, সামাজিক দায়বদ্ধতা থেকে কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটিতে কোভিড বিধি মেনে সুষ্ঠ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির রক্তদান শিবির। এই শিবিরে তরুণ তুর্কি যুবক-যুবতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যার মধ্যে অনেকেই আবার প্রথমবারের রক্তদাতা। সামাজিক সচেতনতা এবং দায়বদ্ধতা যে পুজো কমিটিগুলির কর্তব্যের মধ্যে পড়ে, তা আবার মনে করিয়ে দিল কলকাতার এই ঐতিহ্যশালী পুজো।

অন্যদিকে বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো কে কেন্দ্র করে কলকাতা যখন আলোক সজ্জায় আলোকিত হয়ে উঠছে, তখনই কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি উদ্যোগ নিয়ে পৌঁছে গিয়েছিলো সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এ প্রত্যন্ত গ্রামে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে।

প্রায় ১৭০ টি শিশুর হাতে নতুন জামা কাপড় সঙ্গে ১০০ জন শিশুর জন্য গুঁড়ো দুধের প্যাকেট সহ ম্যাগি, কেক, বিস্কুট, গায়ে মাখার সাবান, ক্রীড়া সামগ্রী হিসেবে কিছু ফুটবল, দাবা, ফ্লাইং ডিস, ব্যাডমিন্টন এর র‌্যাকেট ইত্যাদি তুলে দেওয়া হয়।এছাড়াও ৭০ জন মহিলা দের জন্য শাড়ি এবং ১০০ জন পুরুষ-মহিলা নির্বিশেষে ছাতাও তুলে দেওয়া হয় পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে।

এই বছর তাদের থিম, “আঁধার কাটিয়ে, বাজল তোমার আলোর বেনু।” গতকাল এই পুজোর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সৌগত রায়, তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, শিখা মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

 

 

 

 

 

Related articles

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...
Exit mobile version