Saturday, August 23, 2025

বর্ধমান (Burdwan) কাটোয়ার দুর্গা (Durga Idol) গেল কানাডায় (Canada)। কাটোয়ার দারুশিল্প পাড়ি দিল কানাডায়। অগ্রদ্বীপ পঞ্চায়েতের নতুন গ্রামের শিল্পীর তৈরি কাঠের দুর্গা সেখানকার পুজোমণ্ডপে আলো ছড়াবে। এই খবরে এলাকাজুড়ে ছড়িয়েছে খুশি। অনলাইনে বরাত পেয়ে কাঠখোদাই করে ফুট দুয়েক উচ্চতার সিংহবাহিনী দুর্গামূর্তিটি তৈরি করেছেন বিশিষ্ট শিল্পী অক্ষয় ভাস্কর (Akshay Bhaskar।

আরও পড়ুন-আহিরীটোলার পরে রবীন্দ্র সরণি: পুরানো বাড়ির একাংশ ভেঙে মৃত্যু

কানাডার ওই মণ্ডপে দারু-দুর্গার সঙ্গে আরও বেশ কিছু দারুশিল্প শোভা পাবে। থাকবে অক্ষয় ভাস্করের তৈরি কাঠের রাধাকৃষ্ণ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম ও টিয়াপাখি। শিল্পী জানিয়েছেন, ‘ভিনরাজ্য ও ভিনদেশের বাজার ধরতে আমরা শিল্পকর্ম অনলাইনে প্রদর্শনের ব্যবস্থা করেছি। তা দেখেই কানাডার এক প্রবাসী বাঙালি বরাত দেন। অনলাইন ব্যবস্থা চালু হওয়াতে ভালই বরাত মিলছে।’ এর আগে অক্ষয়ের কাঠের দুর্গা মহারাষ্ট্র (Maharashtra) ও পুনের (Pune) মণ্ডপে শোভা পেয়েছে। দারুশিল্পের গ্রাম নতুনগ্রামের শিল্পীদের দুর্গা ও বিভিন্নরকম শো-পিস কলকাতার বহু মণ্ডপের কৌলীন্য বাড়িয়েছে। এবার বিদেশে পৌঁছে গেল।

এখানকার দারুশিল্পীদের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারও। নতুনগ্রাম, অগ্রদ্বীপ ও পূর্বস্থলীর কাঠের শিল্পকর্মের খ্যাতি দীর্ঘদিনের। শতাধিক শিল্পীর রুটিরুজি জোটে কাঠের শিল্পকর্ম ও আসবাব তৈরি করে। গত বছর করোনার প্রভাবে দুরবস্থা দেখা দেয়। ঘুরে দাঁড়াতে শিল্পকর্মের বিক্রি বাড়াতে অনলাইন ব্যবস্থা চালু করেন। তাতেই ভাল ফল মেলে।

আরও পড়ুন-আরও বেড়েছে সম্পত্তির পরিমাণ! ১০০ বিলিয়ন ডলারের মালিকদের তালিকায় নাম লেখালেন মুকেশ আম্বানি

বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (MLA Rabindranath Chatterjee) বলেন, ‘নতুনগ্রামের শিল্পীরা এখন তাঁদের সৃজনকর্মে সনাতন ভারতীয়ত্বর সঙ্গে পাশ্চাত্য ভাবধারার মিশেল ঘটাচ্ছেন। এই শিল্পভাবনাকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকারও। আফ্রিকান ডলের আদলে কাঠের দুর্গা বিশ্ববাংলা বিপণন কেন্দ্রগুলিতে ঠাঁই পেয়েছে।’

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version