Wednesday, November 12, 2025

লখিমপুর হিংসা: গ্রেফতার না আটক? মন্ত্রীপুত্রকে নিয়ে দিনভর নাটক যোগীর পুলিশের

Date:

রীতিমতো চাপের মুখে পড়ে শনিবার পুলিশের(Police) কাছে ধরা দিয়েছিলেন ৪ কৃষককে গাড়িচাপা দিয়ে হত্যায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্র আশিস মিশ্র(Ashish Mishra)। তবে দিনভর তাকে জিজ্ঞাসাবাদ চালানো হলেও গ্রেফতার করা হলো না অভিযুক্তকে। যদিও দিনের শেষে শোনা যায় আশীষ মিশ্রকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে অবশ্য উত্তরপ্রদেশ পুলিশের(UP Police) তরফে স্পষ্টভাবে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন:দুর্গাপুজোর শুরুতেই অন্ধকারে ডুবতে পারে রাজধানী! আশঙ্কা দিল্লির বিদ্যুৎমন্ত্রীর

লখিমপুর খেরিতে ৪ কৃষকসহ মোট ৮ জনের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের গ্রেফতারের দাবিতে সরব হয়ে উঠেছে গোটা দেশ। নিশংস সেই ঘটনার ৬ দিন কেটে যাওয়ার পর রীতিমতো চাপের মুখে পড়ে শনিবার পুলিশের কাছে হাজিরা দিয়েছিলেন অজয় মিশ্রর ছেলে অভিযুক্ত আশিস মিশ্র। খোদ ডিআইজি দীর্ঘ প্রায় ৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তাঁকে। সেই জিজ্ঞাসাবাদের পর প্রথমে তাকে আটক ও পরে গ্রেফতার করা হয়েছে বলে জল্পনা ছড়ায়। যদিও তাকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। খুনের মামলার মতো গুরুতর অভিযোগে অভিযুক্তকে শুধুমাত্র আটক করা হয়েছে বলে দাবি করা হয় একাধিক সংবাদ মাধ্যমে।

অন্যদিকে এদিন জিজ্ঞাসাবাদ চলাকালীন আশিস মিশ্রর গ্রেফতারি চেয়ে রীতিমতো সরব হয়ে ওঠেন কৃষকরা। গত শুক্রবারই অবশ্য আশিস মিশ্রর গ্রেফতারি ও নৃশংস এ ঘটনায় যোগী সরকারের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের শীর্ষ আদালত। আদালত বলে, ‘আপনারা কি খুনের মামলায় অভিযুক্ত সবার সঙ্গেই এমন করেন? নোটিস করবেন, তারপর অপেক্ষা করবেন, কবে আসবে?’ কেন অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি সে প্রশ্ন তোলা হয় আদালতের তরফে। রীতিমতো কোণঠাসা হয়ে এদিন আশীষ মিশ্রকে ডেকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। শেষ পর্যন্ত অবশ্য জানা যায় অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলার মতো গুরুতর অভিযোগ থাকলেও তাকে শুধুমাত্র আটক করেছে যোগীর পুলিশ।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version