বানভাসী উদয়নারায়ণের পাশে বিধায়ক সমীর পাঁজা

উয়নারায়ণপুরের দুর্গত মানুষদের পাশে বিধায়ক সমীর পাঁজা। তার উদ্যোগেই শুরু হয়েছে উদয়নারায়ণপুরের ১১টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০ হাজার মানুষকে পুজোয় বস্ত্র বিতরণের কাজ। এবার বানভাসী মানুষদের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রীও। শনিবার আরডিএ গ্রাম পঞ্চায়েতের দুর্গত মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বিধায়ক সমীর পাঁজা। দেওয়া হল চাল, ডাল, ময়দা, সরষের তেল, চিনি ও বিস্কুটের প্যাকেট।

বিধায়ক সমীর পাঁজা বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে জলমগ্ন ১১টি গ্রাম পঞ্চায়েতের ৭৬ হাজার মানুষের প্রত্যেকের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে পুজোর মধ্যেই।’ বিধায়কের কাছ থেকে পুজোয় নতুন জামাকাপড় ও খাদ্যসামগ্রী পেয়ে বেজায় খুশি উদয়নারায়ণপুরের জলমগ্ন এলাকার বিপন্ন মানুষরা। তাঁরা বলেন, ‘যেভাবে বিধায়ক সবসময় আমাদের পাশে থাকেন, সাহায্য করেন, তার কোনও তুলনা নেই।’

আরও পড়ুন- ‘অনেকেই অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন’, বিজেপিতে আরও বড় ভাঙনের ইঙ্গিত দিলেন ফিরহাদ

 

advt 19

 

 

Previous article‘অনেকেই অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন’, বিজেপিতে আরও বড় ভাঙনের ইঙ্গিত দিলেন ফিরহাদ
Next articleদুর্গাপুজোয় ডায়মন্ড হারবারের মানুষের সাহায্যার্থে নয়া অ্যাপ প্রকাশ অভিষেকের