Sunday, November 2, 2025

বোধনের আগে চতুর্থীতেই শুরু হয়ে গেল পুজো, ভিড় সামলাতে নামল পুরো ফোর্স

Date:

বোধনের আগেই শুরু হয়ে গেল পুজো। বেজে উঠল ঢাক। আলোর গয়নায় সেজে উঠেছে শহর। তাই দেরি করতে রাজি নয় কেউই। আগেভাগেই মণ্ডপ ও প্রতিমা দেখতে বেরিয়ে পেল কলকাতার বাসিন্দাদের একটা অংশ। চতুর্থীতেই ঠাকুর দেখতে বেরিয়েছেন শহরের বাসিন্দারা। একটু ফাঁকায় আগেভাগে ঘুরে নেওয়া আরকি।
উদ্যোক্তারা জানাচ্ছেন, পুজো শুরু হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতার সব বড় মণ্ডপেই। চতুর্থীর থেকেই মণ্ডপে প্রতিমা দর্শনে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকরা। চতুর্থীর সন্ধ্যা থেকেই কলকাতার উত্তর কলকাতার বহু মণ্ডপে সেই ভিড় বাড়ার আশঙ্কা।
বাগবাজার সার্বজনীন পূজা মন্ডপে থেকে টালা বারোয়ারি, টালা সম্মেলনী,টালা প্রত্যয় তিনটি মণ্ডপেই দুপুর থেকেই মানুষ ঠাকুর দেখতে পৌঁছে গিয়েছেন। কলেজ স্কোয়ার, লেবুতলা পার্কেও ছিল দর্শনার্থীদের ভিড়।উত্তর ও দক্ষিণ কলকাতার ভিড় টানার লড়াই দীর্ঘদিনের। তাই পিছিয়ে নেই দক্ষিণ কলকাতা।
মুদিয়ালি, আষাঢ়তলা বাদাম সংঘ, শিবমন্দির, চেতলা অগ্রণী, বালিগঞ্জ কালচারালে চতুর্থী থেকেই মানুষের ভিড়। চতুর্থীর রাতে সেই ভিড় আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।
কলকাতার বড় পুজোগুলি বাদ দিলে এখনও বহু প্যান্ডেলে প্রতিমাও এসে পৌঁছয়নি। তার মধ্যেও যে হারে মানুষ রাস্তায় নেমেছেন, তাতে সপ্তাহান্তের চতুর্থী-পঞ্চমী নিয়ে আশঙ্কা থাকছেই। ইতিমধ্যে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে কলকাতা হাইকোর্ট একাধিক স্বাস্থ্যবিধি মেনে পুজো করার কথা বলেছে।
এমনকি পূর্বাভাস ছিলই। সেই আশঙ্কাকে সত্যি করেই চতুর্থীর দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায়। আরও বেশ কিছুক্ষণ কলকাতার বিভিন্ন অংশে একটানা বৃষ্টি চলবে।
ভিড় আর যানবাহন সামলাতে চতুর্থী থেকেই শহরের রাস্তায় নামানো হয়েছে লালবাজারের পুরো ফোর্স। শুক্রবার এমনটাই জানজানানোছে লালবাজারের তরফে। আগামীকাল শনিবার থেকেই প্রায় ৫০০০ পুলিশ মোতায়েন করা হবে শহরের রাস্তায়। দর্শনার্থীদের ভিড় আর যানজট সামলাতেই এমন পদক্ষেপ।
শহরের প্রতিটি পুজোয় নজরদারি চালাতে মণ্ডপে মণ্ডপে পুলিশ নিয়োগ করার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বড় পুজো মণ্ডপগুলির পাশাপাশি ছোটো ও মাঝারি  মাপের পুজো গুলিতেও পুলিশি নজর দারির আওতায় রয়েছে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে।মণ্ডপগুলির সামনে থাকবে পুলিশ পিকেটিং। কড়া  নজর রাখা হবে হোটেল রেস্তোরাগুলিতেও।

 

 

Related articles

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...
Exit mobile version