Sunday, November 9, 2025

বসিরহাটের পর ইসলামপুর, পরপর খুন দুই তৃণমূল নেতা

Date:

Share post:

নির্বাচনে ভরা়ডুবি হওয়ার পর রাজনৈতিকভাবে মোকাবিলা না করে প্রতিহিংসার রাজনীতি বেছে নিয়েছে বিরোধী দলগুলি। খুন করা হচ্ছে একের পর তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীকে খুন করছে। তারই জেরে দুই জেলায় খুন হলেন দু’-দু’জন। বসিরহাটে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে কুপিয়ে ও গুলি করে খুন করা হল মোফাজ্জেল গাজি ওরফে আকুকে (৪২)। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ, চাঁপাপুকুর বাজারসংলগ্ন রাজাপুরে। অভিযোগের তির সিপিএম ও বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও দুই দলই অভিযোগ অস্বীকার করেছে।

বন্ধু হাফিজুল ইসলামের মোটরবাইকে আকিপুরে বাড়িতে ফিরছিলেন ভেড়ি-ব্যবসায়ী মোফাজ্জেল। রাজপুর এলাকায় দুষ্কৃতীরা একটি মারুতি গাড়িতে করে এসে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যেতেই এলোপাথাড়ি কোপায়। মৃত্যু নিশ্চিত করতে দু’ রাউন্ড গুলিও চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হন হাফিজুল। মাটিয়া থানার পুলিশ বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মোফাজ্জেলকে মৃত ঘোষণা করেন। হাফিজুলকে পরে কলকাতায় পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি মিলেছে। তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মোফাজ্জেল আমাদের সক্রিয় কর্মী, এলাকায় ভাল ছেলে হিসেবেই পরিচিত। বছর তিন আগেও তাকে খুনের চেষ্টা হয়েছিল। এবার সিপিএম ও বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা করেই খুন করেছে।’’

অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মহম্মদ এক্রামুল হককে প্রকাশ্যে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। রিনকুয়া বাজার এলাকায়। আগডিমটিখন্তি গ্রাম পঞ্চায়েতের বন্দিরামগছ সংসদের তৃণমূল সদস্য এক্রামুল। ওঁর স্ত্রী গুলসানা বেগমও পঞ্চায়েত সদস্যা। ইসলামপুর থেকে কাজ সেরে ফিরছিলেন। তিনজন দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে খুব কাছ থেকে গুলি করে। গুলি এক্রামুলের মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাওয়া গিয়েছে। বিধায়ক জাকির হোসেন বলেন, ‘‘এই ঘটনার পেছনে নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আগামী দিনে ৪টি উপনির্বাচন রয়েছে রাজ্যে। গত বিধানসভার আগে যেভাবে বিরোধীরা আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা চালিয়েছিল এবারও সেই কাজই করতে চাইছে তারা।’’

আরও পড়ুন- দিনহাটার বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে অশান্তি, ‘গো ব্যাক’ স্লোগান

advt 19

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...