৮০তে অমিতাভ

৮০ তে পা রাখলেন অমিতাভ (Amitabh Bachhan) । এক বছর বয়স বাড়ল বলিউডের অ্যাংরি ম্যান অমিতাভ বচ্চনের। এই বয়সেও যে পরিমাণ কর্মক্ষম তিনি তাতে বার্ধক্যের পথে এক পা বাড়িয়ে দিলেন তা কখনওই বলা যাবে না। বরং বলা ভালো কর্মজীবনের আরো একটি বছর পার করলেন তিনি । কারণ আগামী তিন বছরে বিগ বি-র অ্যাপয়েন্টমেন্ট লিস্টে কোনও ডেট খালি নেই। যা বলিউডের বহ নবীন তারকারও ঈর্ষার কারণ হতে পারে । কিন্তুমজার ব্যাপার হলো বিগ বি এদিন নিজের জন্মদিনে নিজের বয়সই ভুলে গেলেন । সোমবার ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে অমিতাভ লিখেছিলেন, ‘জীবনের ৮০ তম বছরের দিকে পা বাড়ালাম।’ কিন্তু তাঁর ভুল ধরিয়ে দিলেন কন্যা শ্বেতা । বাবার পোষ্টের নিচে তিনি লিখেছেন ‘,৮০ নয় ৭৯ ‘। এরই সঙ্গে একটি হৃদয়ের চিহ্ন জুড়ে দিয়েছেন তিনি।

জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। ভালবাসায়, শুভ কামনায় ভরিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতাকে।