গোয়া পৌঁছালেন এসসি ইস্টবেঙ্গলের তারকা বিদেশি স্ট্রাইকার ড্যানিয়েল চিমা

গোয়া পৌঁছালেন এসসি ইস্টবেঙ্গলের( Sc eastbengal) তারকা বিদেশি স্ট্রাইকার ড্যানিয়েল চিমা(Daniel Chima)। ভিসা সমস্যার জন‍্য ইস্টবেঙ্গলে যোগ দিতে অসুবিধা হচ্ছিল চিমার। তবে সব সমস্যা কাটিয়ে সোমবার ষষ্ঠীর দিন গোয়া পৌঁছলেন চিমা। সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট।

গত ৩০ সেপ্টেম্বর গোয়া পৌঁছে গিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল দলের বাকি সদস্যরা। কোয়ারেন্টাইনে থাকাকালীন জৈব সুরক্ষা বলয় নষ্ট হওয়ায় নতুন করে কোয়ারেন্টাইনে শুরু করতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। তবে সেক্ষেত্রে দলের কোনও সদস্যের ছিল না দোষ। হোটেলে নতুন করে এক কর্মী নিযুক্ত হওয়ায় সুরক্ষা বলয় ভেঙে যায় বলে জানা যায়। যদিও গোটা ব্যাপারটা স্বীকার করেননি এসসি ইস্টবেঙ্গল কর্তারা।

আইএসএলে খেলতে নামার আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন লাল-হলুদ কোচ ম‍্যানুয়েল ডিয়াজ। ২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএলে অভিযান শুরু করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। এর পরই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি যুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:সাফ কাপে নেপালের বিরুদ্ধে জয় পেয়ে স্বস্তি সুনীল ছেত্রীর, ছুঁয়ে ফেললেন পেলেকে