মণ্ডপে ঢুকতেই চোখে পড়বে বিরাট একটি তালা ও শিকল। আসলে এই তালা- শিকল দিয়ে মণ্ডপটিকে ঘেরা হয়েছে। কারন এই পুজো মণ্ডপটিতে লকডাউন চলছে। করোনাকালে লকডাউনে আমাদের চারিদিক যেভাবে অবরুদ্ধ হয়ে পরেছে সেটাই তুলে ধরা হয়েছে তালা ও শিকল দিয়ে৷ কোচবিহারের সাহেবগঞ্জের দুর্গাপুজো এবারের তৃতীয় বর্ষে৷ মণ্ডপে তুলে ধরা হয়েছে করোনা মোকাবিলায় সচেতনতার দৃশ্য৷ মানুষ কাজ হারিয়ে কতটা মানসিকভাবে ভেঙে পরেছেন তা তুলে ধরা হয়েছে কাট আউটের মাধ্যমে৷ এই পুজোর বাজেট ৩ লক্ষ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামের সাহেব গঞ্জের দুর্গাপুজোকে ঘিরে উচ্ছসিত গ্রামবাসীরা। জানা গেছে মণ্ডপে প্রতিমা দর্শনে আসা দর্শনার্থীদের করোনা মোকাবিলায় সচেতন করা হবে। মণ্ডপে চত্বর খোলামেলা ভাবে করা হয়েছে যাতে সামাজিক দূরত্ব বিধি মেনে প্রতিমা দর্শন করতে পারেন সকলে। পুজো উদ্যোক্তা উত্তম বক্সী বলেন করোনা সংক্রমন মোকাবিলায় এই লকডাউন হয়েছে। এই লকডাউন থেকে সকলকে শিক্ষা নিতে হবে। যাতে করোনা আর এই সমাজকে গ্রাস করতে না পারে সেব্যাপারে সকলকে সতর্ক করতে সীমান্ত গ্রামে তাদের এবারের ভাবনা লকডাউন। স্থানীয় শিল্পীরাই এই থিমের আদলে পুজো মন্ডপ গড়ে তুলেছেন।
