এক কাপ চায়ের দাম সাড়ে সাত লক্ষ! কেন জানেন?

সোনার থেকেও চড়া দাম এক কাপ চায়ের। কথাটা শুনলে প্রথমে একটু অবাক লাগলেও এটাই সত্যি। সাড়ে সাত লক্ষ টাকা খরচ করলে তবে পাওয়া যাবে এক কাপ চা। বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম ‘দা হোং পাও’। খুব বিরল জাতের এই চা উৎপন্ন হয় চিনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে।

আরও পড়ুন:জমজমাট সিনে-জগৎ, পুজোর শুরুতেই মুক্তি পেল ৫ টি বাংলা ছবি
মনে প্রশ্ন উঠতেই পারে কেন এই চায়ের এতটা দাম। সারা বিশ্বের মধ্যে একমাত্র চিনে এই চায়ের ছ’টি গাছ রয়েছে। বিরল এবং উৎকৃষ্ট গুণমানের জন্য দা হোং পাও-কে চায়ের রাজা বলা হয়। ২০০৬-এ চিন সরকার প্রায় ১১৭ কোটি টাকার বিমা করিয়েছে এই ছ’টি চা গাছের। এক কেজি এই চায়ের দাম প্রায় ৮ কোটি ৩০ লক্ষ টাকা। তিনশো বছর ধরে এই চায়ের চাষ হচ্ছে চিনে।
এই চায়ে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবোনয়েড আছে। স্বাস্থ্যের পক্ষে যা খুব উপকারী। প্রতি দিন এই চা খেলে ত্বক ভাল থাকে। মাটির পাত্রে বিশুদ্ধ জলে এই চা বানাতে হয়।

advt 19

Previous articleজমজমাট সিনে-জগৎ, পুজোর শুরুতেই মুক্তি পেল ৫ টি বাংলা ছবি
Next articleষষ্ঠীতেও রেয়াত নেই, সাতদিন পর পর ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম