পুরীর মন্দিরের ভেতরেই ধর্ষণ! অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার পুলিশের

প্রতীকী

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ পুরোহিতের বিরুদ্ধে। অভিযোগ পুরীর(PURI) জগন্নাথ দেবের মন্দিরের ভেতরেই মাত্র ১২ বছরের একটি মেয়েকে ধর্ষণ করেন ওই পুরোহিত। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:অনুষ্ঠানের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি একসঙ্গে ৫০ জন, উদ্বিগ্ন চিকিৎসকরা

সূত্রের খবর, নির্যাতিতা নাবালিকা হায়দরাবাদের(Hyderabad) বাসিন্দা। পরিবারের সদস্যদের সঙ্গে মন্দিরে গিয়েছিল সে। অভিযোগ, সন্ধেবেলা পুরির জগন্নাথ মন্দিরের বামন মন্দিরে সে একাই প্রার্থনা করছিল। সেই সময় মেয়েটিকে একা পেয়ে এই জঘন্য কাজটি করে অভিযুক্ত পুরোহিত।  ঘটনার পর নাবালিকাকে চিৎকার করে কাঁদতে কাঁদতে মন্দির থেকে বেরিয়ে আসতে দেখেন তাঁর পরিবারের সদস্যরা। মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে সে।এরপরই অভিযুক্ত পুরোহিতের বিরুদ্ধে সিংহদ্ধার থানায় অভিযোগ দায়ের করা হয়।নির্যাতিতা নিজেও ম্যাজিস্ট্রেটের কাছে হেনস্থার ঘটনার বিবরণ দেয়। সেই ঘটনার ভিত্তিতে ওই পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত পুরোহিতকে আটক করে তাঁকে জেরা করা হচ্ছে। অন্যদিকে নাবালিকার মেডিক্যাল টেস্ট করান হয়েছে। আপাতত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সে।