Thursday, November 13, 2025

রাজ্য বিজেপির পুজোতে আগ্রহী নন কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব, উদ্বোধন করবেন সুকান্ত

Date:

গতবারের জাঁকজমক নেই। নিতান্তই নিয়ম রক্ষারর্থে পুজো করছে বিজেপি। এমনকী, পুজো উদ্বোধনের লোক পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। কোনও কেন্দ্রীয় নেতাই বাংলার দুর্গাপুজো (Durga Puja) উদ্বোধনে আর আগ্রহী নন। ফলে শেষ খবর পর্যন্ত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেই (Sukanta Majumder) উদ্বোধন করছেন।

কথা ছিল, সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডা (J P Nadda) অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ষষ্ঠীতেই দুর্গাপুজোর ভার্চুয়াল (Virtual) উদ্বোধন করবেন। কিন্তু শেষ পাওয়া খবরে কেউই উপস্থিত থাকবেন না। সুতরাং সোমবার বিকেলে পুজোর উদ্বোধন হতে চলেছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাতে ধরেই।

আরও পড়ুন:পুরীর মন্দিরের ভেতরেই ধর্ষণ! অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার পুলিশের

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির (Bjp) ভরাডুবি হওয়ার পর এ বছর দুর্গাপুজো করায় খুব একটা উৎসাহী ছিলেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু একবার করলে, অন্তত পরপর তিনবার পুজো করতেই হয় বলে বিধি। সেই রীতিতে শেষ পর্যন্ত পুজো হচ্ছে। তবে, সল্টলেকের ইজেডসিসি-তে পুজোর সেই জৌলুস নেই। গতবছর এই পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ বছর উদ্বোধনের জন্য জে পি নাড্ডাকে চেয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। এজন্য চিঠিও পাঠানো হয়। কিন্তু উত্ত না পেয়ে শেষে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই উদ্বোধন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর EZCC-র পুজো মণ্ডপে গেলেও উদ্বোধনে উপস্থিত থাকবেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দুর্গাপুজো করা নিয়ে প্রথম থেকেই নতুন রাজ্য সভাপতির সঙ্গে প্রাক্তনের মনকষাকষি হয়। পরে পুজো হলেও দিলীপ যে রাজনৈতিক দলের পুজো করাটা একেবারেই পছন্দ করেন না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এখন সুকান্তর অনুগামী কারা এই পুজোয় থাকেন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

 

Related articles

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...
Exit mobile version