Friday, December 12, 2025

অবশেষে জেলমুক্তি তেলুগু দীপকের, মাওবাদী নেতার প্রশংসায় জেল সুপার

Date:

Share post:

ষষ্ঠীতে জেলমুক্তি মাওবাদী নেতা তেলুগু দীপকের। ১১ বছর ধরে মামলা চলার পর, বেকসুর খালাস পেলেন মাওবাদী নেতা ভি ভেঙ্কটেশ্বর রেড্ডি ওরফে তেলুগু দীপক।কিষেণজির ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত তেলেগু দীপকের বিরুদ্ধে নাশকতা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল। আলিপুর আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, একাধিক অভিযোগ থাকলেও পর্যাপ্ত প্রমাণ মেলেনি তাঁর বিরুদ্ধে। যদিও নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তেলেগু দীপকের বিরুদ্ধে এবার উচ্চ আদালতে যাবে রাজ্য, এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন:সশরীরে হাজিরা থেকে রেহাই, কয়লাকাণ্ডে রুজিরাকে স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট

এদিন জেলমুক্তির পর প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী জানান, তাঁর দেখা অন্যতম ভদ্র ও শিক্ষিত এই তেলেগু দীপক। বন্দিদশায় একাধিকবার তেলেগু দীপকের সঙ্গে কথা হয়েছে দেবাশিসবাবুর। তাঁর কথায়, “একজন ভদ্র লোকের সঙ্গে আরেকজন ভদ্র লোকের যেমন আলাপ-চারিতা হয়, তেমনটাই কথা হতো তাঁদের দু-জনের মধ্যে। তিনি বেশিরভাগ সময় বই ও লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতেন। ইংরেজি, বাংলা, হিন্দি সহ একদিকে ভাষা জলের মতো বলতে পারেন তিনি।” অন্যদিকে, তেলেগু দীপকও জেল সুপারের থেকে অনেক সহযোগিতা পেয়েছেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, এক দশকের বেশি সময় ধরে মামলা চলছিল তেলেগু দীপকের বিরুদ্ধে। ২০১০ সালে বেহালার সরশুনা থেকে তেলুগু দীপককে গ্রেফতার করে CID. ২৪ জন EFR জওয়ানের হত্যা, সাঁকরাইল থানার ওসিকে অপহরণ-সহ একাধিক ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ ছিল তেলুগু দীপকের বিরুদ্ধে। UAPA, ভারতীয় দণ্ডবিধি ও অস্ত্র আইনের একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়।

তাঁকে জিজ্ঞাসাবাদ করে নন্দীগ্রামের জেলিংহ্যাম থেকে উদ্ধার হয় AK-47। উপযুক্ত তথ্য-প্রমাণ না মেলায় ১১ বছর পর মামলা চলার পর, আলিপুর আদালতে ফাস্ট ট্র্যাক তিন নম্বর কোর্টের বিচারক বেকসুর খালাসের নির্দেশ দেন তেলেগু দীপককে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার পর, মাওবাদীদের সঙ্গে যুক্ত হন তেলেগু দীপক। জানা যায়, কিষেণজির সঙ্গে অন্ধ্রপ্রদেশ থেকে আসেন বাংলায়। মাওবাদীদের ট্রেনিং দেওয়া থেকে বিস্ফোরক বানাতে পারদর্শী ছিলেন বলেও তেলেগু দীপকের বিরুদ্ধে অভিযোগ।

advt 19

 

 

 

spot_img

Related articles

Indigo-র উড়ান বিপর্যয়ে ৪ ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’ বরখাস্ত করল DGCA, বিমান সংস্থার পরিষেবায় বাড়তি নজরদারি

ইন্ডিগো-র রেকর্ড সংখ্যক উড়ান বাতিল। হয়রান যাত্রীরা। প্রশ্নের মুখে দেশের বিমান (Flight) চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ (DGCA)-র ভূমিকা।...

শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে আজই ছুটি পাচ্ছেন নচিকেতা! 

হৃদরোগের সমস্যা নিয়ে আচমকাই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। পরীক্ষা করতেই...

প্রয়াত শিবরাজ পাতিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার লাতুরে...

সংসদের অপমান! হামলার বর্ষপূর্তিতেও রাজ্যসভায় নেই পূর্ণমন্ত্রীরা, বিরোধীদের দাবিতে অধিবেশন মুলতুবি করতে হল চেয়ারম্যানকে

সংসদ হামলার ২৪ বছর পূর্তি হল শুক্রবার। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদেরা (MP)। কিন্তু...