Monday, November 10, 2025

এক টুকরো গ্রামবাংলা: গাজিয়াবাদের পুজোয় এবার ফেলে আসা ভিটে-মাটি

Date:

বাংলায় থাকা হোক বা প্রবাসে, শরতের আকাশে এক টুকরো মেঘ দেখলে বাঙালি মাত্রই মন উদাস হয়। মনে পড়ে পুজোর কথা। বাংলার বাইরে দেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর আয়োজন করা হয়। রাজধানীতে তো রীতিমতো থিমের পুজো হয় এখন। পিছিয়ে নেই গাজিয়াবাদও (Gajiyabad)। মেঘের ভেলা, কাশবন, আগমনীর সুরে দুর্গাপুজোয় চারটে দিন বাঙালি মন ঘুরে বেড়ায় ঢাকের আওয়াজ, কাশবন আর শরতের আকাশের মধ্যে এক টুকরো গ্রাম বাংলাকে হাজির করেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের পুজো উদ্যোক্তারা। বৈশালী এলাকায় প্রবাসী বাঙালিদের হাত ধরে শুরু হওয়া পুজো এবার ১৬ বছরে পা দিল।

নানা কারণে বাংলা ছেড়ে বাইরে এলেও পুজোর ওই চারটে দিন বাঙালি মন ছটফট করে নিজের মাটির গন্ধ নেওয়ার জন্য। গাজিয়াবাদের বৈশালি সেক্টর ৩ রচনা পার্কে এবার তাই মাতৃ আরাধনা হচ্ছে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে। বাংলা ছেড়ে ভিন রাজ্যে এসে বসবাস করলেও পরবর্তী প্রজন্মকে নিজের মাটির গন্ধ চেনানোর এ যেন এক আন্তরিক প্রয়াস। এই থিম তুলে আনতে দীর্ঘদিনের প্রচেষ্টায় পার্কে লাগানো হয়েছে নিম, খেজুর, তাল এবং কলাগাছ। বাঁশ দিয়ে তৈরি হয়েছে ছোট্ট কুঁড়েঘর। মাতৃ আরাধনার এক নৈসর্গিক ছবি ফুটিয়ে তুলতে চেয়েছেন উদ্যোক্তারা। প্রতিমা এসেছে নিউ দিল্লি কালীবাড়ি থেকে।

পুজোর অন্যতম উদ্যোক্তা ও কমিটির প্রেসিডেন্ট উত্তম সরকার জানালেন, করোনা বিধিকে মাথায় রেখেই এবারের পুজোর আয়োজন। প্যান্ডেলে ঢোকার মুখে থাকবে মাস্ক, স্যানিটাইজার, থার্মাল গান। পরিস্থিতির কথা মাথায় রেখে কাটছাঁট হয়েছে আয়োজনে, হবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানও। পুজো কমিটির সম্পাদক কার্তিক দে জানালেন, উত্তরপ্রদেশ সরকার এবার পুজো মণ্ডপের আশপাশে কোনও খাবারের স্টল লাগানোর অনুমতি দেয়নি। তবে অন্যান্যবারের মত বিপুল সংখ্যক না হলেও এবারেও থাকছে দর্শনার্থীদের জন্য বাঙালি খাবারের আয়োজন।প্রথা মেনে হবে অঞ্জলিও। সুষ্ঠুভাবে পালন করা হবে পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান। তবে সবটাই সরকারি নির্দেশিকা মান্য করে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version