আফগানিস্তান যেন সন্ত্রাসের উৎস না হয়ে ওঠে, G-20 বৈঠকে বার্তা মোদির

আফগানিস্তান(Afghanistan) তালিবানের(taliban) অধিকারে যাওয়ার পর থেকেই উদ্বিগ্ন গোটা বিশ্বের বেশিরভাগ দেশ। ভারতসহ বিশ্বের একাধিক দেশের আশঙ্কা আফগানিস্তানের মাটি হয়ে উঠবে সন্ত্রাসের আঁতুড়ঘর। এহেন পরিস্থিতির মাঝেই G-20 দেশগুলির ভারচুয়াল বৈঠকে সাফ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানিয়ে দিলেন, এই সময় গোটা বিশ্বের উচিত ঐক্যবদ্ধভাবে আফগান নাগরিকদের পাশে থাকা। তালিবান শাসনেও যাতে আফগানভূমে নাগরিকদের কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে নিরন্তরভাবে তাঁদের পাশে থাকতে হবে গোটা বিশ্বকে।

আরও পড়ুন:নরেন্দ্র মোদির নতুন উপদেষ্টা নিযুক্ত হলেন প্রাক্তন আইএএস অমিত খারে

আফগানভূমি তালিবানের দখলে যাওয়ার পর এই জঙ্গি সংগঠনকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। ভালো তো অবশ্যই বিষয়ে কোনো রকম অবস্থান নেয়নি। ফলে ভারতের অবস্থান কি সেদিকে নজর ছিল গোটা পৃথিবীর। ও যদি আফগান সরকারকে স্বীকৃতি প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট না করলেও মোদি জানিয়ে দিলেন আফগানিস্তানের মাটিতে হিংসা ও সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে না ওঠে তা নিশ্চিত করা আমাদের কর্তব্য।

 

advt 19

 

Previous articleএবার বেলুড়ে পূজিত ৫ বছরের “কুমারী” শরণ্যা
Next articleশ্রীভূমির বুর্জ খালিফায় শোভন-বৈশাখী