Wednesday, November 12, 2025

‘মিনিয়েচার’ পুজো, মণ্ডপে হাজির চিকিৎসক: অভিনব দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের দুর্গাপুজো

Date:

রয়েছে করোনার বিধিনিষেধ। সে কারণে যেখানেই পুজো হোক না কেন ত হচ্ছে কোভিড (Covid) বিধি মেনেই। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের (Greater Koilash) দুর্গাপুজো প্রতিবারই নজর কাড়ে। তবে এবার তাঁদের বৈশিষ্ট্য অন্য জায়গায়। করোনা (Carona) বিধিনিষেধের কারণে কাটছাঁট করতে হয়েছে আয়োজনে। তবে, জাঁকজমকে ভাটা পড়েনি। এবারে দক্ষিণ দিল্লির জিকে টু-এর পুজো নজর কেড়েছে অভিনব ভাবনার দিক দিয়ে। বড় প্যান্ডেল, বড় প্রতিমার ভিড় থেকে সরে এসে এবার ‘মিনিয়েচার’ ফর্মে পুজো হচ্ছে সেখানে। আড়াই ফুটের দুর্গা প্রতিমা। ততোধিক ছোট প্যান্ডেল। কমতি নেই পুজোর আয়োজনে আনুষ্ঠানিকতায়। কিন্তু সবটাই মিনিয়েচার ফর্মে, আর চমকটা সেখানেই।

আরও পড়ুন- কাকাকে দেখে আবেগঘন কাজল , পুজোর আনন্দে এক বিরল ঘটনার সাক্ষী মুখার্জি পরিবার

গ্রেটার কৈলাস ২ পুজো কমিটির উদ্যোক্তা সমীর বন্দ্যোপাধ্যায়ের মতে, “করোনা বিধি-নিষেধের কথা মাথায় রেখেই আমরা এবার পুজোয় নতুন কিছু করতে চেয়েছিলাম। আর সেই অনুযায়ী সেপ্টেম্বরেই আমাদের প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু মাত্র দশ দিন আগে দিল্লি সরকারের কাছ থেকে পুজোর অনুমতি পাওয়া গেছে। আর এই অতি অল্প সময়ে এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়।”

দেবী মূর্তি এবং প্যান্ডেল ছোট হলেও ঐতিহ্য, পরম্পরা, রীতিনীতিতে কোনো কমতি নেই। তবে গত বারের মতো এবারেও অনুমতি নেই কোনও দর্শনার্থীর। শুধুমাত্র নিমন্ত্রণ পত্রের ভিত্তিতেই মণ্ডপের ভিতরে প্রবেশ করার অনুমতি পাওয়া যাবে। আর সেক্ষেত্রে টিকার দুটো ডোজই নেওয়া আবশ্যিক বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা।

মণ্ডপে ঢোকার মুখেই মাস্ক, স্যানিটাইজার,থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা তো থাকবেই। সঙ্গে এবারে মণ্ডপের মধ্যেই সর্বক্ষণ একজন ডাক্তারেরও ব্যবস্থা রেখেছেন উদ্যোক্তারা।

শুধু প্রতিমা বা মণ্ডপেই নয়, এবার তাদের চমক প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও। তাই এবারে তারা দুর্গা প্রতিমাকে দিল্লির যমুনায় বিসর্জন না করে, বিসর্জনের জন্যে প্রতিমা নিয়ে যাওয়া হবে বৃন্দাবনে।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version