Thursday, May 15, 2025

পাঁচদিনের পুজো শেষে পান-মিষ্টি-সিঁদুরে বরণ করে উমাকে শ্বশুরবাড়ি পাঠান বাংলার বধূরা। কিন্তু দুর্গাপুজো ঘিরে সারা রাজ্যে বিভিন্ন রীতি পালিত হয়। যেমন গোপালমাঠের রায় পরিবার। মহাসপ্তমীর সকালেই সিঁদুর খেলায় মেতে ওঠেন এই পরিবারের মহিলারা। আড়াইশো বছরেরও বেশি সময় ধরে এই নিয়মই চলে আসছে পরিবারের দুর্গোৎসবে।

পরিবারের অন্যতম প্রবীণ সদস্য মনোরঞ্জন রায় (Manoranjan Ray) এবং দুর্গাপুর (Durgapur) নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল (Tmc) কাউন্সিলর মানস রায় বলেন, গোপালমাঠের রায় পরিবারেই এমন একটি নিয়ম চলে আসছে যুগের পর যুগ ধরে। পারিবারিক রায়পুকুরে নবপত্রিকা স্নানের পর যথানিয়মেই দেবীর পুজো হয়। পরিবারের সদস্য তরুণ রায় ও বরুণ রায় বলেন, রায় পরিবারের দুর্গাপুজোর বিশেষত্বই হল সমস্ত বধূর মহাসপ্তমীর সকালেই সিঁদুর খেলায় মেতে ওঠেন। কেন দশমীতে সিঁদুর খেলা হয় না? সঠিক কারণ জানাতে না পারলেও বরুণ বলেন, হয়তো দেবী মা স্বপ্নাদেশ দিয়ে মহাসপ্তমীতেই সিঁদুর খেলার বিধান দিয়েছিলেন। তাই সেই নিয়মই চলে আসছে। পুজো উপলক্ষ্যে যে যেখানে থাকেন, সকলেই একত্রিত হন ।

দেবীর স্থায়ী মন্দিরের দাওয়াতেই চলে চারদিনব্যাপী খাওয়া দাওয়া। পরিবারের সদস্যা রিনা রায়, স্রোতা রায়, ঈশিতা রায়রা জানালেন, এই রায় পাড়ায় মোট তিনটি দুর্গাপুজো হয়। ব্রাহ্মণ প্রধান রায় পরিবার ছাড়াও একটি বাউরি সম্প্রদায়ের এবং একটি হাড়ি সম্প্রদায়ের দুর্গাপুজো হয় । তবে প্রথমে রায় পরিবারের পক্ষ থেকেই নবপত্রিকা স্নান করানোর পরই অন্যান্য পরিবারের নবপত্রিকার স্নানযাত্রা শুরু হয়। রায় পরিবারের দেবীপুজো হয় বৈষ্ণব মতে। তাই মহাষ্টমীতে মন্ডা বলিদানের প্রথা রয়েছে।

 

Related articles

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...
Exit mobile version