মহা অষ্টমীতে কী কী করবেন? জেনে নিন

আজ মহাষ্টমী। মহিষাসুরমর্দিনীর আরাধনার দিন। এদিন দেবীর পুজো করে তাঁর আশীর্বাদ লাভের চেষ্টা করেন সকলে।
অষ্টমীর অশ্বত্থ গাছের ১১টি পাতায় রাম নাম লিখে বজরংবলীকে পরিয়ে দিন। এর প্রভাবে সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য পান পাতায় গোলাপের ৭টি পাপড়ি রেখে দেবী দুর্গাকে অর্পণ করুন।
২. দাম্পত্য জীবন সমস্যা থাকলে অষ্টমীর রাতে চন্দন ও জাফরানের গুড়ো মিশিয়ে তা পান পাতায় রাখুন। এরপর দেবী দুর্গার প্রতিমা বা ছবির সামনে বসে চণ্ডী স্তোস্ত্র পাঠ করুন। এই পাওডার দিয়ে প্রতিদিন তিলক করুন।
৩. অষ্টমীর রাতে লাল কম্বলের আসনে বসে ‘ওম এং হৃীং ক্লীং মহাগৌর্য়ে নমঃ’ মন্ত্র ১ হাজার বার জপ করুন। আবার কাজে বাধা এলে দেবী দুর্গা মন্দিরে পানের খিলি অর্পণ করুন। এই পানে সুপুরি ও চুন দেবেন না।
৪. দুধ ভরতি বাটিতে গৌরীর স্বরূপ স্থাপন করে রুপোর কয়েন অর্প করুন। দ্বিতীয় দিন সেই কয়েন তুলে নিয়ে নিজের পার্সে বা পকেটে রেখে নিন। এর ফলে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে।

আরও পড়ুন- কলকাতার বুর্জ খালিফার আলো চোখ ধাঁধাচ্ছে পাইলটদের, দায়ের হল অভিযোগ

হলে কোনও প্রাচীন দুর্গা মন্দিরে গিয়ে দেবীর চরণে ৮টি পদ্ম ফুল অর্পণ করুন। এর ফলে দেবী দুর্গা শীঘ্র প্রসন্ন হন। আবার রাত ১২টার সময় প্রবেশদ্বারের দরজায় গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালালে সমস্ত দুর্ভাগ্য দূর হয়।

advt 19

 

Previous articleঅষ্টমীতে কুমারী, তিথি শেষের সন্ধিতে মহিষাসুর-মর্দিনী রূপ ধারণ করেন মা দুর্গা
Next articleনরেন্দ্র মোদির নতুন উপদেষ্টা নিযুক্ত হলেন প্রাক্তন আইএএস অমিত খারে