৬১ হাজারের গণ্ডি পেরিয়ে ফের শিখরে শেয়ার বাজার, ৫৬৮ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৬১,৩০৫.৯৫ (⬆️ ০.৯৪%)

🔹নিফটি ১৮,৩৩৮.৫৫ (⬆️ ০.৯৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। উন্নতির ধারা অব্যাহত রেখে ৬০ হাজারের গণ্ডি পারিয়ে নয়া রেকর্ড গড়েছিল সেনসেক্স। মাঝে কিছুটা ধাক্কা খেলেও সেই ধারা অব্যাহত রেখে বৃহস্পতিবার ফের রেকর্ড গড়লো বাজার। এদিন ৫৬৮ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে মাত্র ১৭৬ পয়েন্ট।

বৃহস্পতিবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে উন্নতির ধারা অব্যাহত রেখে ৫৬৮ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৫৬৮.৯০ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১,৩০৫.৯৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৭৬.৮০ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,৩৩৮.৫৫।

advt 19

 

Previous articleআবারও সার্জিক্যাল স্ট্রাইক হবে: পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি অমিত শাহের
Next articleদুবাইয়ের বুর্জ খালিফায় ভারতের নতুন জার্সি