Monday, May 19, 2025

ফের একটু একটু করে গ্রাস করতে চলেছে করোনা আতঙ্ক (Corona virus) । পুজোর কয়েকটা দিনেই করোনা গ্রাফ (Corona Graph) ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের। বাড়ছে পজিটিভিটি রেট (increasing Positivity Rate) । বাংলায় এক দিনে করোনা আক্রান্ত ৭৭১ জন। রাজ্যে এক দিনে করোনায় মৃত ১১ জন। কলকাতায় এক দিনেই করোনা আক্রান্তের সংখ্যা ২০৩। মৃত্যু হয়েছে তিন জনের। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১২৮। মৃত্যু হয়েছে চার জনের।

জয়েন্ট ডক্টরস ফোরামের তরফে একটি করোনা গ্রাফ প্রকাশ করা হয়েছে। কীভাবে গত কয়েকদিনে করোনায় পজিটিভিটি রেট বাড়ছে, তা রাজ্য সরকারের সর্বশেষ বুলেটিনেই স্পষ্ট। চতুর্থীর দিন রাজ্যে একদিনে করোনার এই পজিটিভিটি রেট ছিল ২.১৩%। পঞ্চমীতে তা বেড়ে হয় ২.১৫%। ষষ্ঠীর দিন পজিটিভিটি রেট আরও বেড়ে পৌঁছয় ২.৩২ শতাংশে। সপ্তমীতে তা আরও বেশ কিছুটাই বাড়ে। অষ্টমীতে তা মাত্রাছাড়া হয়েছে। কলকাতার পরই সবচেয়ে বেশি আক্রান্ত দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া। তুলনায় কিছুটা ভালো অবস্থায় বাঁকুড়া.

 

এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় অতিরিক্ত ভিড় এড়াতে আজ বৃহস্পতিবার থেকে বাতিল হল শিয়ালদহ শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন(Special Train Cancel)। বুধবারই রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ।এর আগে অষ্টমী, নবমী ও দশমী, এই তিনদিনের জন্য শিয়ালদহ শাখার বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ, এই পাঁচ ডিভিশনে ৭ জোড়া স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়।

 

 

Related articles

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয়...
Exit mobile version