Sunday, November 9, 2025

আজ মহানবমী । শারদোৎসবের আনন্দে মাতোয়ারা বঙ্গজীবন। কিন্তু নবমী মানেই মন উদাস। শেষ হয়ে এলো পুজো । রাত পোহালেই দশমী। মায়ের ফিরে যাওয়ার পালা। আবারো এক বছরের অপেক্ষা। নবমী চলে এল মানেই এত আনন্দ, এত আয়োজন এত পরিকল্পনা সবই শেষের পথে।

মহানবমীর নির্ঘণ্ট

১৩ অক্টোবর , বুধবার রাত ৮ টা বেজে ৭ মিনিট থেকে শুরু মহানবমী । ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা বেজে ৫২ মিনিটে শেষ হবে মহানবমী। পূর্বাহ্ণ মধ্যে দেবীর মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন। আজ নবরাত্রিরও নবম দিন। এই দিনে দেবীর সিদ্ধিদাত্রী রূপের আরাধনা করা হয়। নবদুর্গার নবম তথা শেষ রূপ সিদ্ধিদাত্রী। সিদ্ধিদাত্রী দেবীর উপাসনায় সংসারে সুখ আসে, সমৃদ্ধি আসে, শান্তি আসে । দেবী সিদ্ধিদাত্রীর বাহন সিংহ। মায়ের চার ভুজ। ডান দিকের উপরের হাতে গদা, আর নিচের হাতে থাকে চক্র । বাঁ পাশে উপরের হাতে কমলপুষ্প ও নিচের হাতে থাকে শঙ্খ। এই সিংহবাহিনী দেবীর চার হাতে আশীর্বাদী মুদ্রা। এই কারণেই তিনি মানুষের জীবনে নিয়ে আসেন সুখ ও সমৃদ্ধি। দেবীর এই রূপ সিদ্ধি দান করেন। এই কারণে হিন্দুদের বিশ্বাস, নবরাত্রির নবম দিনে এই দেবীর সঠিকভাবে পুজো করলে সব প্রকারের সিদ্ধি প্রাপ্তি হয়। পুরাণে কথিত আছে, স্ মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন। এবং এই কারণেই নাকি মহাদেব সকল সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সর্ব সিদ্ধি লাভ করেন মহাদেব। অন্যদিকে মার্কণ্ডেয় পুরাণে রয়েছে সিদ্ধিদাত্রী অষ্টভুজা। একই সঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণজন্ম খণ্ডেও রয়েছে সিদ্ধিদাত্রী অষ্টাদশভুজা। তবে সিদ্ধিদাত্রীকে চতুর্ভুজা রূপেও দেখা যায়। সেখানে তিনি শিবের আরাধ্য।

 

 

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version